ডানা ছাঁটা হল কৈলাসের, বিজেপির শক্তিবৃদ্ধি করতে বাংলায় নিযুক্ত হলেন অমিত শাহ ঘনিষ্ঠ নেতা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই গোটা দেশ জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন এবং তার আগে বঙ্গে নিজেদের সংগঠনে জোর দিতে মরিয়া বিজেপি (BJP)। গত বিধানসভা নির্বাচনের পর থেকে পদ্মফুল শিবিরের সংগঠন একপ্রকার তলানিতে আর বর্তমানে নিজেদের হারানো অবস্থান পুনরুত্থানের জন্য নয়া কৌশল নিতে চললো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য বিজেপির নতুন পর্যবেক্ষক হিসেবে এবার দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ (Amit Shah) ‘ঘনিষ্ঠ’ নেতা সুনীল বনশল (Sunil Bansal)। সূত্রের খবর, এদিন পশ্চিমবঙ্গ ছাড়াও তেলেঙ্গানা এবং উড়িষ্যার বিজেপি পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দ্বারা এহেন সিদ্ধান্তের পর বর্তমানে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, তবে কি বাংলা থেকে কৈলাস বিজয়বর্গীয়র নাম ক্রমশ মুছে যাওয়ার পথে? একইসঙ্গে বর্তমানে বাংলায় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদেও নিযুক্ত করা হলো শাহ ‘ঘনিষ্ঠ’ এই নেতাকে।

উল্লেখ্য, কৈলাস বিজয়বর্গীয়কে বাংলায় নিয়ে আসার পর থেকে ভারতীয় জনতা পার্টির সংগঠনের গ্রাফ যে ক্রমশ উপরের দিকে গিয়েছে, তা বলাবাহুল্য। তবে বিগত দেড় বছর ধরে সেই সংগঠন ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। বিশেষত, গত বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর থেকে একাধিক উপনির্বাচন এবং পুরভোটেও ক্রমশ খারাপ ফল করে চলেছে পদ্মফুল শিবির। দলের ভিতর কোন্দল এবং সংগঠন, সব মিলিয়ে দুর্দশা ক্রমশ বেড়ে চলেছে বিজেপির।

এর মাঝেই আবার মুকুল রায়ের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই দলে ক্রমশ ব্যাকফুটে চলে গিয়েছেন কৈলাস আর এবার তাঁর পদে উত্তর প্রদেশের নেতা সুনীল বনশলকে নিয়ে আসা আদতে লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির ‘মাস্টারস্ট্রোক’ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্পর্কিত খবর

X