জীবনের সেরা সম্মান পেতে চলেছেন সুনীল ছেত্রী, খেলরত্নের জন্য মনোনীত হল সুনীলের নাম

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে ভারতের হয়ে অসাধারণ ফুটবল খেলে আসছেন সুনীল ছেত্রী। অধিনায়ক সুনীল ছেত্রীর পায়ে ভর করে অনেক বড় বড় দলকে আটকে দিয়েছে ভারত। এমনকি এই মুহূর্তে আন্তর্জাতিক গোলের বিচারে সারা বিশ্বে দ্বিতীয় স্থানে অবস্থান করছে সুনীল ছেত্রী। আর্জেন্টাইন কিংবদন্তি লিও মেসিকেও টপকে গিয়েছেন তিনি।

এতদিন পর্যন্ত ভালো ফুটবল খেলার জন্য অনেক সম্মানে সম্মানিত হয়েছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। এবার হয়তো তিনি তার ফুটবল জীবনের সেরা সম্মান পেতে চলেছেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর জন্য সুনীল ছেত্রীর নাম মনোনীত করা হয়েছে। সেই সঙ্গে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বালা দেবীর নাম।

দেশের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে একের পর এক গোল করে দেশের নাম উজ্জ্বল করেছেন সুনীল ছেত্রী। এছাড়াও এইএসএলে দীর্ঘদিন ধরে বেঙ্গালুরু এফসির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবল ফেডারেশনের এক কর্তা জানিয়েছেন, এখনো পর্যন্ত তথ্য জমা দেওয়া হয়নি, তবে দ্রুত সুনীল ছেত্রীর নাম মনোনয়ন করে সমস্ত তথ্য জমা দেওয়া হবে।

সম্পর্কিত খবর

X