আজ আফগানিস্তান ম্যাচে ফুটবল সম্রাট পেলেকে টপকে যাওয়ার হাতছানি সুনীলের সামনে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত সপ্তাহে ফুটবল বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারতীয় ফুটবল দল। সেই ম্যাচে অধিনায়ক সুনীল ছেত্রীর জোড়া গোলে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছিল ভারত। জোড়া গোল করে আর্জেন্টাইন তারকা লিও মেসিকে টপকে গিয়েছিলেন সুনীল ছেত্রী।

আজ বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে ভারতীয় ফুটবল দল, প্রতিপক্ষ আফগানিস্তান। গত শুক্রবার আফগানিস্তানকে 2-1 গোলে হারিয়েছে ওমান। তাই ভারতের রাস্তা এখন কিছুটা হলেও সহজ। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দল যদি আফগানিস্তানের বিরুদ্ধে জয় তুলে নেয় কিংবা ড্র করতে পারে তাহলেই এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে সরাসরি ঢুকে যাবে সুনীল ছেত্রীরা।

আর আজকের ম্যাচে যদি ভারত অধিনায়ক সুনীল ছেত্রী একটি গোল করতে পারেন তাহলে তিনি ঢুকে যাবেন দেশের জার্সিতে সর্বকালের সেরা 10 গোলদাতাদের তালিকায়। দেশের জার্সিতে 77 টি গোল রয়েছে ফুটবল সম্রাট পেলের অর্থাৎ আজকের ম্যাচে যদি ভারত অধিনায়ক সুনীল ছেত্রী হ্যাটট্রিক করতে পারেন তাহলে তিনি ফুটবল সম্রাট পেলেকেও ছুঁয়ে ফেলবেন।

সম্পর্কিত খবর

X