অবসর নিলেও থাকবে না ছুটি! ফুটবলের জন্য বড় পরিকল্পনা সুনীলের, নিজেই দিলেন আভাস

বাংলা হান্ট ডেস্ক: বয়স পৌঁছে গিয়েছিল প্রায় ৪০-এর কাছাকাছি। এমতাবস্থায়, তাঁর অবসর গ্রহণকে ঘিরে শুরু হয়েছিল জল্পনাও। তবে, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবারই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে অবসর গ্রহণ করেন ভারতের (India) তারকা ফুটবলার তথা জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সুনীলের অবসর গ্রহণের বিষয়টি সামনে আসতেই মন খারাপ হয়ে যায় ফুটবলপ্রেমীদের।

এদিকে, অবসর গ্রহণের ঘোষণা করলেও সুনীল তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচটি খেলবেন আগামী ৬ জুন। ওই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় ফুটবল দল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জনকারী পর্বে কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে। এছাড়াও, ম্যাচটি সম্পন্ন হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। এমতাবস্থায়, এখন থেকেই এই ম্যাচের টিকিটের দিকে নজর রয়েছে ফুটবল অনুরাগীদের।

Sunil Chhetri has big plans for football.

পাশাপাশি জানা গিয়েছে যে, ওই ম্যাচের টিকিট হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো অনলাইনে বিক্রি শুরু হয়ে যাবে। তবে, ভারতীয় দলের জার্সিতে শেষবারের মতো সুনীল ছেত্রীকে খেলতে দেখার জন্য যে ফুটবল প্রেমীদের চরম আগ্রহ পরিলক্ষিত হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও, এবার আরও একটি বিষয় সম্পর্কে জানার জন্য সবাই আগ্রহী হয়েছেন।

আরও পড়ুন: “পুরোটাই আমাদের….”, PoK-র বিক্ষোভ নিয়ে বড় প্রতিক্রিয়া ভারতের, তীব্র ভর্ৎসনার মুখে পড়ল পাকিস্তান

মূলত, অবশ্যই গ্রহণের পর ফুটবলের এই তারকা ঠিক কি পরিকল্পনা করেছেন সেই সম্পর্কেই জানতে চাইছেন সকলে। এমতাবস্থায়, এই প্রসঙ্গে সামনে এল বড় আপডেট। সুনীল ছেত্রী নিজেই এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, একটি ভার্চুয়াল মিটে গত শুক্রবার উপস্থিত ছিলেন সুনীল ছেত্রী। সেখানে, তাঁকে ফুটবলের কোচিং সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হয়। সেখানে তিনি বলেন, “আমি এখনই আমি কোচিং করানোর কথা ভাবতে চাইছি না।”

আরও পড়ুন: আয়তনে জার্মানির সমান, ১০ বছরে ভারতে যুক্ত হয়েছে ৩১,০০০ কিমির রেলপথ! জানালেন রেলমন্ত্রী

যদিও তিনি এটাও বলেন যে, “আমি পরবর্তীকালে কোচিং করানোর জন্য উপযুক্ত লাইসেন্সের প্রস্তুতি নেব।” এর পাশাপাশি ভারতীয় ফুটবল ফেডারেশনে আসার বিষয়েও ঠিক এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি । তাঁর মতে, এখনই তেমন কোনো পরিকল্পনা না থাকলেও তিনি অদূর ভবিষ্যতে এখানে যে আসতে চাইবেন না এমনটা কিন্তু নয়। অর্থাৎ, সামগ্রিকভাবে ভবিষ্যতে তিনি যে ভারতীয় ফুটবলের সাথে যুক্ত থাকতে চান এই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর