সুনীলের হ্যাটট্রিক! গোলের বন্যায় সাফ কাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ভাসিয়ে দিলো ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে প্রতিবেশী পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত (Indian Football Team)। ফিফা ক্রমতালিকায় অনেক পিছিয়ে থাকা পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় আশা করেছিলেন সমর্থকরা। আর ঠিক তেমনটাই হলো। ৫ বছরের ব্যবধানে একে অপরের মুখোমুখি হওয়ার পর পাকিস্তানকে গোলের মালা পড়ালেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)।

ম্যাচে মেজাজ হারিয়ে ও খেলায় বিঘ্ন ঘটানোর কারণে লাল কার্ড দেখেন ভারতীয় কোচ ঈগর স্টিম্যাক। সেই সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছিল। তবে তাতে ভারতের খেলায় কোনও প্রভাব পড়েনি। শেষপর্যন্ত ৪-০ ফলে পাকিস্তানকে হারিয়ে সাফ কাপের অভিযান অত্যন্ত ইতিবাচকভাবে শুরু করেছে ভারত।

প্রথমার্ধে পাক গোলরক্ষককে প্রেস করে তার কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে ভারতকে লিড এনে দেন সুনীল। এরপর প্রথমার্ধেই পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান তিনি। ২-০ লিড নয় ড্রেসিংরুমে ফেরে ভারত। পাকিস্তান খুব বেশি বিপদ তৈরি করতে পারেনি। তবে সুনীল ছেত্রী ও পাক অধিনায়ক হাসান বশির ঝামেলার সময় প্রশংসনীয় ভূমিকা পালন করেন পরিস্থিতি স্বাভাবিক করতে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ভারত একাধিক সুযোগ তৈরি করেও আরও গোল করতে ব্যর্থ হয় প্রাথমিকভাবে। ম্যাচের ৭৪ মিনিটে ফের একবার পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানো সুনীল ছেত্রী। নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করে তিনি ভারতের জয় নিশ্চিত করে দেন। এটি ছিল তার আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারের ৯০তম গোল।

এরপর ৮১ মিনিটে পাকিস্তান ডিফেন্সের অফসাইডের ফাঁদ ভেদ করে উদান্তা সিং অসাধারণভাবে বল রিসিভ করে পাকিস্তান গোলরক্ষককে পরাজিত করেন। সুনীল ও উদান্তার গোল ছাড়াও আনোয়ার আলীর পারফরম্যান্স চিও চোখে পড়ার মতো। নিঃসন্দেহে এটি ছিল ম্যাচের সেরা গোল। এর পরবর্তী ম্যাচে ২৪ শে জুন নেপালের মুখোমুখি হবে ভারতীয় দল।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর