প্রধানমন্ত্রী মোদীর সাথে বৈঠকের পরেই কপাল খুলল মাস্কের! একলাফে বাড়ল ৮১,০০০ কোটি টাকার সম্পদ

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার সিইও ইলন মাস্ক (Elon Musk) মঙ্গলবার আমেরিকার নিউইয়র্কে বৈঠক করেছেন। ওই বৈঠকে ভারতে টেসলার প্রবেশ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, বৈঠকের পরে ইলন মাস্ক ঘোষণা করেন যে, তিনি আগামী বছর ভারতে আসার পরিকল্পনা করছেন এবং তাঁর কোম্পানি ভারতে বিনিয়োগও করবে। এদিকে, এর প্রভাবই টেসলার শেয়ারে দেখা যায় এবং সেগুলি রকেটের গতিতে ছুটতে থাকে। এমতাবস্থায়, শেয়ার বৃদ্ধির কারণে, গত ২৪ ঘন্টায় ইলন মাস্কের মোট সম্পদ ৯.৯৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

ইলন মাস্কের সম্পদের পরিমাণ: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের কোম্পানি টেসলা ইনকর্পোরেটেডের শেয়ার মঙ্গলবার ৫.৩৪ তাংশ বৃদ্ধি হয়ে বন্ধ হয়েছে। এর পাশাপাশি, মাস্কের মোট সম্পদও ৯.৯৫ বিলিয়ন ডলার বা প্রায় ৮১,০০০ কোটি টাকার বেশি বেড়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে জানা গিয়েছে, সম্পদের বিপুল বৃদ্ধির কারণে, ইলন মাস্কের মোট সম্পত্তি এখন ২৪৩ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে। এদিকে, মোট সম্পদের এই বৃদ্ধির পরে, মাস্ক এখন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি তথা ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্টের চেয়ে অনেকটাই এগিয়ে গেছেন। উভয় বিলিয়নেয়ারের মধ্যে বর্তমানে সম্পদের পরিপ্রেক্ষিতে ৪৬ বিলিয়ন ডলারের ব্যবধান রয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা: উল্লেখ্য যে, নিউইয়র্কের প্যালেস হোটেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইলন মাস্কের বৈঠক হয়। বৈঠকের পর ইলন মাস্ক জানান, তাঁর কোম্পানি অদূর ভবিষ্যতে ভারতে বিনিয়োগ করবে। যা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হবে। এর পাশাপাশি, তিনি বলেছেন যে “আমি প্রধানমন্ত্রীকে তাঁর সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই এবং আশা করি অদূর ভবিষ্যতে আমরা কিছু ঘোষণা করতে সক্ষম হব।” মাস্ক আরও বলেন, তিনি আগামী বছর ভারত সফরের পরিকল্পনা করছেন এবং তিনি আত্মবিশ্বাসী যে টেসলা ভারতে থাকবে। তাঁর মতে, “আমি মনে করি এটি ভারতের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হবে।”

সম্পদ কমেছে বার্নার্ড আর্নল্টের: এদিকে, গত ২৪ ঘন্টায় বার্নার্ড আর্নল্টের সম্পত্তির পরিমাণ ৫.৭৫ বিলিয়ন বা ৪৭,০০০ কোটি টাকারও বেশি হ্রাস পেয়েছে। যার ফলে তাঁর মোট সম্পদের পরিমাণ ১৯৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এদিকে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মোট সম্পদ ২১২ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ১৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তিনি এখন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। পাশাপাশি, ল্যারি এলিসন ১৩৬ বিলিয়ন ডলারের অধিকারী হয়ে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন এবং বিল গেটস রয়েছেন পঞ্চম স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ১৩২ বিলিয়ন ডলার।

১০০ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করলেন জুকেরবার্গ: এদিকে, শীর্ষ ১০ ধনীদের মধ্যে প্রবীণ বিনিয়োগকারী ওয়ারেন বাফেট ১১৯ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। পাশাপাশি, ১১৭ বিলিয়ন ডলারের সম্পদের সাথে সপ্তম স্থানে রয়েছে স্টিভ বলমারের নাম। অষ্টম স্থানে রয়েছেন ল্যারি পেজ। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ১১২ বিলিয়ন ডলার। এদিকে, সের্গেই ব্রিন ১০৬ বিলিয়ন ডলারের সম্পদের পরিপ্রেক্ষিতে তালিকায় নবম স্থানে রয়েছেন। পাশাপাশি, মার্ক জুকেরবার্গ ১০৪ বিলিয়ন ডলার সম্পদের অধিকারী হয়ে ধনকুবেরদের তালিকায় দশম স্থানে রয়েছেন।

ambani adani

আম্বানি-আদানি রয়েছেন এই স্থানে: শ্রেষ্ঠ বিলিয়নেয়ারদের তালিকায় ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৮৮.৪ বিলিয়ন ডলারের সম্পদের পরিপ্রেক্ষিতে ১৩ তম স্থানে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় তাঁর সম্পদের পরিমাণ ৯০১ মিলিয়ন ডলার কমেছে। অন্যদিকে, আরেক ভারতীয় ধনকুবের তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি, ৬১.৪ বিলিয়ন ডলারের অধিকারী হয়ে এই তালিকায় ২১ নম্বরে রয়েছেন। উল্লেখ্য যে, আদানির মোট সম্পদ এক দিনে ১.৫১ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর