বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিজেদের ছন্দ ধরে রাখলো ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে কিছুটা লড়াই করতে হলেও সহজ জয় পেল সুনীল ছেত্রীরা। এই জয়ের ফলে দুই ম্যাচের ৬ পয়েন্ট নিয়ে কুয়েতের সঙ্গে যুগ্মভাবে গ্রুপ শীর্ষে রয়েছে ভারত। কুয়েত এবং ভারতের গোল পার্থক্য সমান। কিন্তু ভারতীয় দল টুর্নামেন্ট এখনও কোনো গোল হজম করেনি আর কুয়েত এখনো অবধি মাত্র একটি গোল হজম করেছেন নেপালের বিরুদ্ধে।
ম্যাচে ভারত এবং নেপালের মধ্যে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং ভারতকে নেপাল রুখে দেয়। কিন্তু দ্বিতীয়ার্ধে ফিফা ক্রমতালিকায় ১৭৪ নম্বরে থাকা নেপালের ডিফেন্সের ওপর চাপ বাড়ায় ভারতীয় দল। ম্যাচের ৬০ মিনিট নাগাদ সাহাল আব্দুল সামাদের সঙ্গে ওয়ান টু খেলে বক্সে নিখুঁত ক্রস রাখেন মহেশ।
নেপালের ডিফেন্সকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দিতে ভুল করেন সুনীল ছেত্রী। এটি ছিল তার আন্তর্জাতিক কেরিয়ারের ৯১ তম গোল। অবসর নেওয়ার আগে ক্রমে ক্রমে ১০০ গোলের মাইল ফলক ছোঁয়ার অত্যন্ত কাছাকাছি চলে আসছেন তিনি। দ্বিতীয় এশিয়ান ফুটবলার হিসাবে এমন কীর্তি গড়বেন তিনি। তবে তিনি গোল করলেও ভারতের ফরোয়ার্ড প্রথমার্ধে কয়েকটি সুযোগ নষ্ট করেছিলেন। এরপর সুনীলের তৈরি করা মুভ থেকেই গোল করেন নাওরেম মহেশ।
সুনীল ছেত্রী বর্তমানে বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তার আগে রয়েছেন শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১২৩), ইরানের আলি দাই (১০৯) এবং লিওনেল মেসি (১০৩)। সুনীল ছেত্রী বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন এবং এই ছন্দ বজায় রাখলে চতুর্থ ফুটবলের হিসেবে দেশের জার্সি গায়ে ১০০ গোল করার রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি।
পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর আজ নেপালের বিরুদ্ধে তিনি একটি গোল করেছেন। ভারত প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আজ নেপালকে হারিয়েছে ২-০ ফলে। নেপালের বিরুদ্ধে সুনীল ছেত্রীর আজকের গোলটি ছিল তার কেরিয়ারের ৯১ তম গোল। ভারতের জার্সিতে শেষ ৫ ম্যাচে ৬ গোল করেছেন তিনি। এরপর কুয়েতের বিরুদ্ধে ম্যাচও তিনি গোল পাবেন এমনটাই প্রত্যাশা সমর্থকদের।