“বুড়ো বলার আগে দুবার ভাববেন”, সুনীল ছেত্রীর এই মন্তব্যে হেসে ফেললেন বিরাট কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে ইস্টবেঙ্গল বাদে বাকি আইএসএল দলগুলো প্রাক-মরশুম প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে। বেঙ্গালুরু এফসিও তার ব্যতিক্রম নয়। এই মরশুমে তাদের ওপর নজর থাকবে অনেকের। কারণ বেশ কিছু চমকপ্রদ ফুটবলার তারা সই করিয়েছেন মরশুম শুরুর আগে। এটিকে মোহনবাগানের তারকা ফিজিয়ান স্ট্রাইকারের রয় কৃষ্ণা এবার বেঙ্গালুরু এফসি জার্সিতে খেলবেন। তারকা বাঙালি সাইড ব্যাক প্রবীর দাসও চলতি মরশুমে এটিকে মোহনবাগান থেকে বেঙ্গালুরু পাড়ি জমিয়েছেন।

তবে এসব কিছুর মাঝেও বেঙ্গালুরু এফসির মূল আকর্ষণ বা তারকা হলেন সেই ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। সম্প্রতি ইউরোপে ছুটি কাটিয়ে ফিরেছেন তিনি। ফিরেই যোগ দিয়েছেন বেঙ্গালুরু এফসির প্রাক-মরশুম প্রস্তুতিতে। অনেকেই চিন্তায় থাকেন যে সুনীল ছেত্রী ক্রমশ বয়স্ক হয়ে উঠছেন। আর কতদিন তিনি ভারতের সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যেতে পারবেন তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন। কিন্তু মরশুম শুরুর আগে তাদেরকে কড়া জবাব দিলেন বেঙ্গালুরু এফসি ও ভারত অধিনায়ক।

এবারের প্রাক-মরশুম প্রস্তুতিতে তিনি যোগ দিয়েছেন পাঁচ দিন আগে। গতকাল ২৯শে জুলাই একটি ভিডিওতে সুনীল ছেত্রী একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। আরো কিছু তরুণ বেঙ্গালুরু এফসি ফুটবলারদের সাথে মাঠে বসে সুনীল বলেছেন, “আমি আপনাদের একটা জোকস শোনাতে চাই। কিছুদিন আগেই আমি ইউরোপ সফরে গিয়েছিলাম এবং সেখানে ডায়েটের বাইরের সমস্ত রকম খাবারও ট্রাই করেছিলাম। পাঁচ দিন হলো প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছে এবং সম্প্রতি আমাদের একটি বিপ টেস্ট হয়েছে। এই সমস্ত কুড়ি একুশ বাইশ বছর বয়সেই ফুটবলাররা আমার কাছে সেই টেস্টে বিশ্রীভাবে হেরেছে। উদান্তা, সুরেশ সিং সবাই আমার চেয়ে পিছিয়ে। আমি স্কোর উল্লেখ করে ওদের লজ্জা বাড়াবো না। কিন্তু এরপর আমাকে বুড়ো বলার আগে দু’বার ভাববেন।”

সুনীল ছেত্রীর এই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন বিরাট কোহলি। তিনি বলেছেন, “হাহাহা, আপনি কিংবদন্তি।” বিরাট কোহলির এই কমেন্টের প্রতিক্রিয়া জানিয়েছেন সুনীল ছেত্রী নিজেও। তিনি বলেছেন, “এই সবই ব্রকলি আর পালং কীর্তি। ওই আদা আর বাঁদর নিয়ে একটা প্রবাদ আছে না। চিয়ার্স চ্যাম্প।” বিরাট কোহলি এবং সুনীল ছেত্রী একে অপরের খুব ভালো বন্ধু এবং একে অপরকে অত্যন্ত সম্মান করে চলেন। দুই হাজার কুড়ি সালের লকডাউন এর সময় তাদের ইনস্টাগ্রাম লাইভ চ্যাট সকলের নজর কেড়েছিল। তারপর এই ঘটনায় তাদের সম্পর্কের উষ্ণতা আরেকবার তুলে ধরল।

Reetabrata Deb

সম্পর্কিত খবর