বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ফুটবল দল (Indian Football Team) প্রথম দুই ম্যাচের পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় পেয়েছিল। কিন্তু কুয়েতের বিরুদ্ধে ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েও ম্যাচের শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে জয় হাতছাড়া হয়েছে। ভারত সেমিফাইনালে পৌঁছেছে ঠিকই, কিন্তু গ্রুপ পর্বে কুয়েত বেশি গোল করায় ভারতীয় দল দ্বিতীয় স্থানে থেকে সেমির টিকিট পেয়েছে।
এই টুর্নামেন্টে অসাধারণ ছন্দ রয়েছেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তিনি যে ৩৮ বছর বয়সেই তা তার খেলা দেখে একেবারেই মনে হচ্ছে না। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গোল করেছেন। নেপালের বিরুদ্ধে ম্যাচে গোল করার পাশাপাশি দ্বিতীয় গোলটির কারিগর ছিলেন তিনি। কুয়েতের বিরুদ্ধে ম্যাচে তার গোলেই ভারতে এগিয়ে গিয়েছিল।
সেমিফাইনাল আরম্ভ হওয়ার আগে ভারতের তারকা ফুটবলার একটি সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন কিছু বাংলাদেশের সাংবাদিকদের। বাংলাদেশও দ্বিতীয় গ্রুপে ভুটান এবং মালদ্বীপকে হারিয়ে এবং লেবাননের কাছে হেরে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছে। মালদ্বীপ ও ভুটান দুই প্রতিপক্ষের বিরুদ্ধে পিছিয়ে গিয়ে তারপর ৩-১ ফলে জয় পেয়েছে তারা। তাই সুনীল ছেত্রীর সামনে প্রশ্ন রাখা হয়েছিল যে তিনি বাংলাদেশের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন কিনা।
যে সময় এই সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়েছিল সেই সময় বাংলাদেশ ও লেবানন নিজেদের তৃতীয় ম্যাচে খেলেনি। ফলে তখনও বাংলাদেশের কাছে খাতায়-কলমে সুযোগ ছিল প্রথম স্থানে থেকে সাফ সেমিফাইনালের যোগ্যতা অর্জন করার। কিন্তু সুনীল ক্ষেত্রে জানান যে তিনি বাংলাদেশ ফুটবল দলের খেলার ভিডিও দেখেননি, কারণ তিনি এখনো নিশ্চিত নন যে বাংলাদেশের বিরুদ্ধে তাদের ম্যাচ খেলতে হবে কিনা।
কারা সেই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বাংলাদেশ বা লেবাননের বদলে কুয়েতের নাম নিয়েছেন। এরপর বাংলাদেশের সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে ওই দেশেও তার অনেক ভক্ত রয়েছে, তাদের জন্য কোন বার্তা নিয়ে যেতে চান কিনা। গোটা সাক্ষাৎকারটি ইংরেজিতে চলছিল। মাঝের ওই বার্তা দেওয়ার সময়টুকুতে সুনীল ছেত্রী বাংলাদেশের ফুটবল ভক্তদের প্রতি বাংলায় বলে ওঠেন, ‘ভালো থাকবেন’। তিনি কলকাতার জামাই। ফলে তার বাংলা উচ্চারণ বেশ স্পষ্টই ছিল।