বাংলা হান্ট নিউজ ডেস্ক: টানা দ্বিতীয় ম্যাচে জয় আয়োজক ভারত। আজ ১১ই জুন কলকাতার যুবভারতি ক্রীড়াঙ্গনে ২০২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-১ ফলে জয় আদায় করে নিলো ভারত। এর আগে গত ম্যাচে কম্বোডিয়াকে হারিয়েছিল ভারত। ঈগর স্টিমাচের কোচিংয়ে এই প্রথমবারের জন্য কোনও প্রতিযোগিতায় পরপর দুটি ম্যাচ জিতলো ভারত।
শনিবার রাতে গোটা ম্যাচের যাবতীয় গুরুত্বপূর্ণ মুহূর্ত অবশ্য তৈরি হয়েছে ৮৫ মিনিটের পর। তার আগে গোটা ম্যাচে কিছু সুযোগ পেলেও এগিয়ে যেতে ব্যর্থ হয় ভারত। কিন্তু ৮৫ মিনিটে সুনীল ছেত্রীর দুরন্ত কার্লিং ফ্রি কিক থেকে ম্যাচের প্রথম গোলটি করে ভারত। ম্যাচের একদম শেষ দিকে গোল হওয়ার যুবভারতির দর্শকরা ভেবেই নিয়েছিলেন যে ভারত ম্যাচ জিতে নিয়েছে। কিন্তু ভারতের জয় এত সহজে আসেনি।
সুনীল গোল করার ২ মিনিটের মধ্যেই ভারতীয় ডিফেন্ডারদের অসতর্কতার সুযোগ সমতা ফেরায় আফগানিস্তানের নাদিয়েম আমিরি। কিছুক্ষণ আগেই আনন্দে উৎসবে মেতে ওঠা যুবভারতিতে তখন যেন শ্মশানের নীরবতা। কিন্তু নাটক ওখানেই শেষ হয়নি। অতিরিক্ত সময় শুরুর ঠিক আগে পরিবর্ত হিসাবে নামা সাহাল আব্দুল সামাদ ভারতকে ফের এগিয়ে দেন। আনন্দে মেতে ওঠে গ্যালারি। অতিরিক্ত ৫ মিনিট সময় ডিফেন্ড করেই কাটিয়ে দেয় ভারত।
আজকের ফ্রি কিক থেকে গোলের পর সুনীল ছেত্রীর আন্তর্জাতিক গোলের সংখ্যা দাঁড়ালো ৮৩। লিওনেল মেসির থেকে মাত্র ৩ গোলে পিছিয়ে থাকা সুনীলের হাতে এখনও রয়েছে হংকং-এর বিরুদ্ধে ম্যাচটি যারা আজ কম্বোডিয়াকে ৩-০ ফলে হারিয়ে ভারতের সমান পয়েন্ট নিয়েও গোলপার্থক্যতে এগিয়ে টেবিলে শীর্ষে রয়েছে