রোনাল্ডোর বন্ধুর গোলে যাত্রা শেষ সুনীলদের! ভাঙাচোরা দল নিয়েও এশিয়ান গেমসে মন জিতলো ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সৌদি আরবের (Saudi Arabia) ফুটবল দল খাতায়-কলমে ভারতের চেয়ে অনেক এগিয়ে। ফিফা (FIFA) ক্রমতালিকায় তারা অবস্থান করছে ৫৭ নম্বরে। গত বিশ্বকাপে লিওনেল মেসির (Lionel Messi) বিশ্বজয়ী আর্জেন্টিনাকে গ্রুপ পর্বের ম্যাচে হারিয়েছিল তারা। তাদের দেশের ফুটবল লিগে এখন খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), নেইমার জুনিয়রের মতো মহাতারকারা। তাদের বিরুদ্ধে যখন এশিয়ান গেমসে (2023 Asian Games) ভারতীয় দলকে (Indian Football Team) মাঠে নামতে হয় তখন তারা যে অনেক বেশি ফেভারিট তা নিয়ে কোন সন্দেহই থাকেনা।

যদিও এশিয়ান গেমসের জন্য নিজেদের প্রথম সারির দল পাঠায়নি সৌদি আরব। কিন্তু সেই দলে তারকার অভাব ছিল না। আক্রমণ ভাগের নেতৃত্বে ছিলেন এই মুহূর্তে ক্লাব ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়া ফুটবলার মহম্মদ মারান। অপরদিকে আইএসএল শুরু হয়ে যাওয়ার কারণে ভারতীয় কোচ ঈগর স্টিম্যাক নিজের পছন্দের ফুটবলারদের পাননি। ক্লাব গুলি এই সময় এশিয়ান গেমসের জন্য সব ফুটবলার ছাড়তে চায়নি। হয়নি কোনও যথাযথ প্রস্তুতি শিবিরও।

কিছু তারকা ফুটবলার যেমন সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, ইস্টবেঙ্গলের সবচেয়ে ভরসযোগ্য ভারতীয় ডিফেন্ডার লালচুংগুঙ্গারা দলের অংশ ছিলেন। তুলনামূলক দুর্বল দল নিয়েও ঈগর স্টিম্যাক সৌদি আরবের দলটিকে হাফ টাইম অবধি আটকে রেখেছিলেন। প্রথমার্ধ শেষ হওয়ার পর দেখা যায় যে কোনও দলই গোলমুখ খুলতে সফল হয়নি।

কিন্তু দ্বিতীয়ার্ধে ভারতের লড়াই আর কাজে দেয়নি। ৫১ এবং ৫৭ মিনিটে ক্লাব ফুটবলে রোনাল্ডোর সতীর্থ মহম্মদ মারান জোড়া গোল করে সৌদি আরবের জয় এবং ভারতের হার নিশ্চিত করে দেন। ফিফা ক্রমতালিকায় তারা রয়েছে ৫৭ তম স্থানে। সাম্প্রতিক আপডেটের পর ভারত নেমে গিয়েছে ১০২ তম স্থানে। তা সত্ত্বেও যে লড়াইটা ভারতীয় দল করেছে সেটাকে কুর্নিশ জানাচ্ছে ভারতের ক্রীড়াপ্রেমীরা।

আরও পড়ুন: টানা দ্বিতীয় জয়! ইস্টবেঙ্গলের সুবিধা করে দিয়ে ঘরের মাঠে ফের বেঙ্গালুরুকে হারালো মোহনবাগান

এইবারের আগে ১৩ বছর পূর্বে শেষবার এশিয়ান গেমসে নকআউট পৌঁছতে পেরেছিল ভারত। সেবার শক্তিশালী জাপানের কাছে ৫ গোল হজম করে বিদায় নিতে হয়েছিল তাদের। কিন্তু আজকের হার সেই হারের মতো লজ্জাজনক নয় বরং এতে কিছুটা গৌরব মিশে রয়েছে। কিন্তু ফুটবলার না পাওয়ার ঘটনায় ভারতীয় কোচ ঈগর সন্তুষ্ট নন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিনি ভারতীয় ফুটবলের সর্বোচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। একসময় লুকা মড্রিচদের ক্রোয়েশিয়ার কোচিং করানো এই তারকা কোচ আইএসএলের ক্লাবগুলির ওপর একেবারেই সন্তুষ্ট নন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর