বাংলা হান্ট ডেস্কঃ অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে এসেছে টিম ইন্ডিয়া (Indian cricket team)। তবে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারিয়ে এলেও এবার নিজেদের ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে নাজেহাল অবস্থা বিরাট কোহলিদের। চেন্নাইয়ে প্রথম টেস্টের প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ইংরেজ ব্যাটসম্যানদের দাপট অব্যাহত। 180 ওভার বল করে ইংল্যান্ডের শুধুমাত্র আটটি উইকেট ফেলতে সক্ষম হয়েছে জাসপ্রিত বুমরাহ, ইশান শর্মারা। এর থেকে বোঝা যাচ্ছে ভারতীয় বোলারদের ওপর ক্রমশ জাঁকিয়ে বসেছে ইংল্যান্ড।
দ্বিতীয় দিনে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস 82 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। তবে সেই ইনিংস খেলার পেছনে দায়ী ভারতীয় ফিল্ডাররাই কারণ আজ স্টোকসের দুটি ক্যাচ ফেলে দিয়েছেন ভারতের ফিল্ডাররা। প্রথমে নিজে বল করেই নিজের ক্যাচ মিস করেছেন রবীচন্দ্রন অশ্বিন। তারপর ফের স্টোকসের ক্যাচ মিস করে তাকে দ্বিতীয়বার জীবনদান দিয়েছেন চেতেশ্বর পূজারা। আর ভারতীয় ফিল্ডারদের এই ভুলের ফলে 82 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে চলে গিয়েছেন বেন স্টোকস।
ভারতীয় ফিল্ডারদের এইভাবে ক্যাচ মিস দেখে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার। ধারাভাষ্য দেওয়ার সময় সুনীল গাভাস্কার বলেছেন ব্যাটসম্যানরা যখনই সুযোগ দেবে সেই সুযোগটি কাজে লাগিয়ে তাদের আউট করতে হবে। এই সুযোগ যদি মিস করে তাহলে ব্যাটসম্যানরা বড় রানের ইনিংস খেলার সুযোগ পায়। বল করার পরই বোলারের দিকে ক্যাচ আসে, এগুলি অনুশীলনের সময় প্র্যাকটিস করা হয় তার সত্বেও যদি এই ধরনের ক্যাচ মিস হয় তাহলে সেটা খুবই দুঃখজনক।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা