বড় মঞ্চে বারবার ব্যর্থ, কোহলিদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে ধুঁয়ে দিলেন গাওস্কর

বাংলা হান্ট ডেস্কঃ বারবার আইসিসি ট্রফি জয়ের খুব কাছে এসে হাতছাড়া হচ্ছে ট্রফি। আইসিসির টুর্নামেন্ট গুলিতে সেমিফাইনাল না হলে ফাইনালে হেরে বিদায় নিতে হচ্ছে ভারতীয় দল কে। বারবার আইসিসির প্রতিযোগিতাগুলিতে ভারতকে ব্যর্থতার সম্মুখীন হতে হচ্ছে। আর এই ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে সরাসরি ক্রিকেটারদের মানসিকতাকে দায়ী করলেন প্রাক্তন ভারত ওপেনার সুনীল গাভাস্কার।

n293179482c6d9954f5058f90fd220a99001077629d1ce24567eb15e19927c3a3294d9e5d3 1

কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেন, “ভারতের ট্রফি জয়ের মাঝখানে বারবার সমস্যার সৃষ্টি করছে মানসিক বাঁধা। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত যে হেরে গিয়েছে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার।”

sunil gavaskar virat kohli

আইসিসির প্রতিযোগিতা গুলিতে বারবার ভালো পারফরম্যান্স করেও ব্যর্থতা পিছু ছাড়েনি ভারতীয় দলের। 2014 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে শুরু করে 2015 সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল, 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল এবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বারবার তীরে এসে তরী ডুবেছে ভারতের।

n292746798e0a25a2230fb7e732a1c8a555a076368d0e44194d8e81d747b423d3ac4086854

তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হারের পর যেভাবে সকলেই অধিনায়ক বিরাট কোহলির দিকে আঙুল তুলেছেন সেটার তিনি বিরোধিতা করেছেন। কোহলির পাশে দাঁড়িয়ে গাভাস্কার বলেছেন, ইংল্যান্ডের আবহাওয়া সম্পূর্ণ অন্যরকম। নিউজিল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের আবহাওয়ার মিল রয়েছে। এছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ইংল্যান্ডে গিয়ে একটি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। তারই সুবিধা পেয়েছে নিউজিল্যান্ড। এক্ষেত্রে ভারতীয় দলের কোন ভুল নেই।

Udayan Biswas

সম্পর্কিত খবর