বড় রান করেও গাভাস্কারের তোপের মুখে ঋষভ পন্থ, কোহলিদের একহাত নিলেন গাভাস্কার

বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে এই মুহূর্তে ভারতের যা অবস্থা তাতে এই টেস্টে জেতা ভারতের পক্ষে কার্যত অসম্ভব। এখন ম্যাচ বাঁচানোয় বিরাট কোহলিদের কাছে এখন বড় চ্যালেঞ্জ। যদিও ঋষভ পন্থের আক্রমনাত্মক 91 রান এবং ওয়াশিংটন সুন্দরের লড়াকু 85 রানে ভর করে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া, তবে এখনও পর্যন্ত খুব একটা ভালো জায়গায় নেই ভারতীয় দল। আর এর জন্য দায়ী ভারতের সিনিয়র ক্রিকেটাররা এমনটাই দাবি করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার।

সেই সঙ্গে তিনি ঋষভ পন্থ কে সাবধানী হওয়ার পরামর্শ দিলেন। এইদিন যখন ভারতের সিনিয়র ব্যাটসম্যানরা নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন সেই জায়গায় দাঁড়িয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে 91 রানের একটি মারকাটারি ইনিংস খেলেন পন্থ। কিন্তু ফের একবার নব্বইয়ের ঘরে আউট হয়ে নিজের শতরান মাঠেই ছেড়ে এলেন ঋষভ পন্থ। এই প্রসঙ্গে সুনীল গাভাস্কার বলেছেন পন্থের এই এনার্জি খুবই ভালো লাগছে তবে ওকে একটু সাবধান হতে হবে। কোথায় গিয়ে থামতে হয় সেটা শিখতে হবে। কারণ এই নিয়ে চারবার ও নব্বইয়ের ঘরে আউট হয়ে নিজের শতরান হাতছাড়া করলো, তাই ঋষভ পন্থকে একটু সাবধানি হয়ে ব্যাটিং করতে হবে।

1612763054 sunil gavaskar

চেতেশ্বর পুজারাকে বাদ দিয়ে ভারতের অন্যান্য সব ব্যাটসম্যানদের সমালোচনা করে সুনীল গাভাস্কার বলেছেন, যেখানে জো রুটকে দেখে ইংল্যান্ডের নিচের দিকের ব্যাটসম্যানরা রান করতে সাহস পেয়েছে সেখানে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়র ব্যাটসম্যানরা সহজেই নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। যেখানে ইংল্যান্ডের নীচের ক্রমের ব্যাটসম্যানরা রান করেছে সেখানে ভারতের সিনিয়র ব্যাটসম্যানরা নিজেদের উইকেট ছুড়ে দিয়ে এসেছে। শুরুতে ইংল্যান্ডের জোরে বোলারদের একটু দেখে খেললেই ম্যাচে থাকতে পারতো টিম ইন্ডিয়া কিন্তু তা না করে নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে এছেসে আজিঙ্কা রাহানে, বিরাট কোহলিরা। এটা সত্যি দুর্ভাগ্যজনক।


Udayan Biswas

সম্পর্কিত খবর