কোন প্রক্রিয়ায় সচিনের ১০০ শতরানের রেকর্ড ভাঙতে পারবেন কোহলি? উপায় জানালেন গাভাস্কার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে বিরাট কোহলি অসাধারণ ফর্মে রয়েছেন। ভারতীয় দলের জার্সিতে দীর্ঘ দুই বছরের হতাশা কাটিয়ে আপাতত তার ব্যাট থেকে রানের বন্যা বইছে। প্রতিদিন মাঠে নেমেই কোনও না কোনও রেকর্ড ভেঙে ফেলছেন তিনি। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে তার শতরান সংখ্যা ৭৪। ওডিআই ফরম্যাটে তার শতরান সংখ্যা ৪৬। আর খুব কম সময়ের মধ্যেই ওডিআই ফরম্যাটে সর্বোচ্চ শতরানের রেকর্ডটি তার নামের পাশে বসে যাবে এই নিয়ে কারোরই সন্দেহ নেই।

কিন্তু বিরাট কোহলি কি সচিন টেন্ডুলকারের সকল ফরম্যাট মিলিয়ে ১০০টি শতরান করার রেকর্ড ছুঁতে পারবেন? সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে এখনো তাকে ২৬টি আন্তর্জাতিক শতরান করতে হবে। বিরাট কোহলির এখন বয়স হলো ৩৪ বছর। মাস্টার ব্লাস্টার্সের রেকর্ড ভাঙ্গা তার পক্ষে অসম্ভব নয়, কিন্তু কাজটা খুব একটা সহজও হবে না।

ishan kohli

আর এই বিষয়ে মুখ খুলেছেন সুনীল গাভাস্কার। তিনি বলেছেন যে কোন উপায়ে বিরাট কোহলির পক্ষে সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙা সম্ভব হতে পারে। গাহস করে একটি সাক্ষাৎকারে বলেছেন, “বিরাট এই মুহূর্তে অসাধারণ ছন্দে রয়েছেন। তার ব্যাট থেকে আরো অনেক রান আসবে। তিনি যদি আরো ৪-৫ বছর অর্থাৎ প্রায় ৪০ বছর অবধি এমন ভাবেই খেলতে থাকেন তাহলে সচিনের রেকর্ড ভেঙে অনেকটা বেশি এগিয়ে যাবেন তিনি।”

বিরাট যদিও নিজের ক্রিকেটীয় অনুপ্রেরণার রেকর্ড ভাঙা নিয়ে খুব একটা বিচলিত নন। সচিনের রেকর্ড ভাঙার বদলে নিজের দলকে জেতাতে পারলেই অনেক বেশি খুশি হন তিনি। সেই কথা একাধিকবার নিজের মুখে স্বীকারও করেছেন তিনি। দিনের শেষে যদি দেশকে কোন বড় ট্রফি জেতাতে না পারেন তাহলে এই সব রানগুলি বেশিরভাগই অর্থহীন হয়ে পড়বে, এই কথা তার ভালোই জানা আছে।

বিরাট কোহলি শ্রীলঙ্কা সিরিজের সেরা হওয়ার পর মন্তব্য করেছেন, “এটা দেখে খুব ভালো লাগছে যে বিশ্বকাপের বছরটা আমি এভাবে আরম্ভ করতে পেরেছি। আমি জানি যে আমি ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে পারবো। আমি আত্মবিশ্বাসী বোধ করছি এবং এমনটা যখন হয় তখন সাধারণত সমস্ত ফলাফলই ঠিকঠাক হয়।”

Reetabrata Deb

সম্পর্কিত খবর