বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলে (IPL 2023) লিগ পর্ব চলাকালীন যখন চেন্নাই সুপার কিংস (CSK) নিজেদের হোম গ্রাউন্ড এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এই মরশুমে নিজেদের শেষ ম্যাচটা খেলেছিল তখন বিশাল সকলেই ভেবেছিলেন যে এটি হয়তো মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) আইপিএল কেরিয়ারের শেষ হোম ম্যাচ হতে চলেছে। তাই ভক্তরা মাঠ ভরিয়ে দিয়েছিলেন এবং ধোনি সহ চেন্নাই সুপার কিংসের বাকি ক্রিকেটাররা ম্যাচটি জিততে না পারলেও মাঠ প্রদক্ষিণ করে ভক্তদের ভালোবাসা ফিরিয়ে দিয়েছিলেন।
তখন একটি মন ছোঁয়া ঘটনা ঘটেছিল যা হয় তো ক্রিকেট প্রেমীদের মনে থেকে যাবে সারা জীবন। আইপিএলে ধারাভাষ্যের কাজের সঙ্গে যুক্ত থাকা ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার, অল্প বয়স্ক ভক্তদের মতো দৌড়ে এসে মহেন্দ্র সিংহ ধোনির কাছ থেকে একটি অটোগ্রাফ নিয়েছিলেন নিজের শার্টে। তার এবং ধোনির ওই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ভালো রকমভাবেই।
ধোনি হলেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। ভারতকে সব ট্রফি জেতানোর পাশাপাশি তিনি সাধারণ মানুষদের কাছে জনপ্রিয় হয়েছিলেন নিজের ঠান্ডা আচরণের জন্য। প্রবল চাপের মধ্যেও নিজেকে শান্ত রাখতে পারার ক্ষমতার জন্য তিনি ক্যাপ্টেন কুল উপাধিতে ভূষিত হয়েছিলেন ক্রিকেট সমর্থকদের দ্বারা।
কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে মহেন্দ্রল সিংহ ধোনিকে সত্যিকারের ক্যাপ্টেন কুল হিসেবে মানতে অস্বীকার করেছেন কিছুদিন আগে তার কাছ থেকে সই নেওয়া সুনীল গাভাস্কার। তিনি কপিল দেবকে ভারতীয় ক্রিকেটের সত্যিকারের ক্যাপ্টেন কুল বলে আখ্যা দিয়েছেন। তার এই মন্তব্যের কারণে ধোনি ভক্তরা কিছুটা অসন্তুষ্ট হয়েছেন।
অবশ্য নিজের মন্তব্যের কারণ ও ব্যাখ্যা করে দিয়েছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার। ১৯৮৩ বিশ্বকাপে গোটা টুর্নামেন্ট জুড়ে কপিল দেব যে ভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতকে বিশ্বকাপ জয় করতে সাহায্য করেছিলেন সেই কথা স্মরণ করিয়ে দিয়ে গাভাস্কার বলেছেন, “কপিল দেব ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, তিন দিক দিয়েই অসাধারণ পারফরম্যান্স করার পাশাপাশি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং সবসময় তার মুখে একটা সংক্রামক হাসি লেগে থাকতো। তিনিই আসল ক্যাপ্টেন কুল।”