প্রত্যাশা পূরণে ব্যর্থ এই ভারতীয় ক্রিকেটার, ক্ষোভ উগরে দিলেন সুনীল গাভাস্কার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি খেলছে। কিন্তু প্রথম ম্যাচের পর থেকে একজন ব্যাটার নিজের দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন বারবার। প্রত্যাশা জাগিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে জায়গা করে নিলেছিলেন ময়ঙ্ক আগরওয়াল। কিন্তু ওখান এই ক্রিকেটারের খারাপ পারফরম্যান্সের কারণে ভারতীয় দল বারবার বিপদে পড়ছে। বেশিরভাগ ক্রিকেট ভক্ত এই ক্রিকেটারকে ভারতীয় দলের প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার পক্ষপাতী। প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কারও এই খেলোয়াড়কে কটাক্ষ করেছেন।

কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেও ময়ঙ্ক আগরওয়াল হতাশ করেছেন। প্রথম ইনিংসে মাত্র ২২৩ রানে গুটিয়ে যায় ভারতীয় দল। মূলত ময়ঙ্ক আগরওয়ালের কারণেই এই টেস্ট ম্যাচে পুরো চাপ এসে পড়ে মিডল অর্ডারের ওপর। আহত রোহিত শর্মার জায়গায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম সুযোগ পেলেও প্রথম টেস্টের পর থেকে ভারতকে ভালো স্টার্ট দিতে ব্যর্থ হচ্ছেন ময়ঙ্ক।

mayank agarwal

কেপটাউনে তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১৫ রান করার পরে ময়ঙ্ক আগরওয়াল আউট হয়েছিলেন। তারপরে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার ময়ঙ্ক আগরওয়ালের সমালোচনা করেছিলেন। সুনীল গাভাস্কার লাইভ ম্যাচ চলাকালীন আগরওয়ালকে কটাক্ষ করে বলেছিলেন, “আপনি কি টেস্ট ক্রিকেট এবং ৫০ ওভার বা টি টোয়েন্টি ক্রিকেট অনুযায়ী আপনার মনকে এডজাস্ট করতে পারেন না?”

গাভাস্কার পরে বিশদে বলেন, “টেস্ট ক্রিকেটে বল ছেড়ে দেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ দিক। ব্যাটিংয়ের প্রথম ঘন্টায়, বল যতটা সম্ভব ছেড়ে দিতে হবে। ময়ঙ্কের আউট হওয়ার সময় ব্যাট কোথায় গেছে দেখুন। প্যাডের কাছাকাছি থাকলে হয়তো আউট হতে হতো না। বর্তমানে ব্যাটসম্যানরা বেশি বেশি টি-টোয়েন্টি ক্রিকেট খেলেও অফ-স্টাম্পের বাইরে সবসময় শট খেলতে চায়। তাই এই সমস্যা হচ্ছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর