সুনীল গাভাস্কার তৈরি করতে চলেছেন ৬০০ এর বেশি শিশুর হার্ট অপারেশনের তহবিল।

সুনীল গাভাস্কার ভারতীয় ক্রিকেটের অন্যতম একজন প্রধান ব্যাটসম্যান ছিলেন। একসময়ে গাভাস্কারের ব্যাটের উপর ভর করে ভারত হারিয়েছেন বিশ্বের অন্যান্য শক্তিশালী ক্রিকেট দলগুলিকে। এবার সুনীল গাভাস্কার করতে চলেছেন আরো এক মহান কাজ।

ভারতের ক্রিকেটের লিজেন্ড সুনীল গাভাস্কার এবার দেশের গরীব শিশুদের চিকিৎসার জন্য 600 এর হার্ট অপারেশন থিয়েটার তৈরির জন্য আর্থিক তহবিল তৈরি করলেন। ভারতীয় দলের এই প্রাক্তন ক্যাপ্টেন আমেরিকা সফরে গিয়ে সেখানকার ফাউন্ডেশন হার্ট টু হার্ট এর সাথে যুক্ত হয়ে এই মহান কাজ শুরু করেছেন।

Sunil Gavaskar 1

সুনীল গাভাস্কার এবং হার্ট টু হার্ট ফাউন্ডেশনের টাকার সাহায্যে ভারতের সত্য সাই সঞ্জীবনী হাসপাতালে বিনামূল্যে দরিদ্র শিশুদের হৃৎপিণ্ডের অপারেশন করা বিভিন্ন শাখায়। এই হাসপাতালের ছত্রিশগড়, মহারাষ্ট্র এবং হরিয়ানার শাখা 2012 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত মোট দশ হাজার টি সফল হার্ট অপারেশন করে বিশেষ নজির গড়েছে।

এক সমীক্ষায় দেখা গিয়েছে ভারতে রোজ 250 এর বেশি শিশুর মৃত্যু হয় শুধুমাত্র উপযুক্ত পেডিয়াট্রিক কেয়ার এবং আর্থিক অভাবে।

এই ব্যাপারে সুনীল গাভাস্কারকে প্রশ্ন করা হলে উনি বলেন যে ভারতে এভাবে শিশু মৃত্যুর খবর পেয়ে আমি সত্যি খুবই দুঃখ পেয়েছিলেন। তাই আমেরিকার সংস্থার সাথে যুক্ত হয়ে এই কাজ করতে পেরে তিনি অত্যন্ত খুশি। এবং এই কাজ সম্পন্ন হওয়ার ফলে উনার আমেরিকা সফর সফল হয়েছে বলেও তিনি জানান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর