বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জার হার হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে (Indian cricket team)। তারপরই ভারতীয় দল নির্বাচন নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন প্রাপ্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কারের মতে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকে ভালো ফলাফল করতে হলে শাহবাজ নাদিমের পরিবর্তে দলে ফিরিয়ে আনা উচিৎ কুলদীপ যাদবকে।
প্রসঙ্গত প্রথম টেস্টে শাহবাজ নাদিমকে দলে নেওয়ার পরে অনেকেই অবাক হয়েছিলেন টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। ক্রিকেট বিশেষজ্ঞরা দাবি করেছিলেন চেন্নাইয়ের এই পাটা উইকেটে রবীন্দ্র জাদেজার পরিবর্তে খেলানো উচিত ছিল কুলদীপ যাদবের মত অভিজ্ঞ স্পিনারকে। সুনীল গাভাস্কারের মতে দলে যেতেতু রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াসিংটন সুন্দরের মত দুজন অফ স্পিনার রয়েছে তাই কিছুটা বৈচিত্র্য আনার জন্য দলে নেওয়া উচিৎ ছিল কুলদীপ যাদবকে।
সুনীল গাভাস্কার বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়াসিংটন সুন্দর যেভাবে পারফরম্যান্স করেছে তাতে ওকে দল থেকে বাদ দেওয়া খুবই কঠিন ছিল। এছাড়াও এই টেস্টে ওয়াসিংটন সুন্দরের অপরাজিত 85 রানের ইনিংসই প্রমান করে ওকে দলে নিয়ে কোন ভুল করেনি টিম ম্যানেজমেন্ট। অপরদিকে শাহবাজ নাদিম যেভাবে একের পর এক নো-বল করছিল তাতে ওকে দেখেই বোঝা যাচ্ছিল যে নাদিম খুব চিন্তায় রয়েছে। সেই কারণেই দ্বিতীয় টেস্টে শাহবাজ নাদিমের পরিবর্তে কুলদীপ যাদবকে খেলানোর দাবি জানিয়েছেন সুনীল গাভাস্কার।