বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার ভারত এবং ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শিখর ধাওয়ান ও ক্রুনাল পান্ডিয়া। এই দুজনের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন প্রাপ্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার। এই বিষয়ে সুনীল গাভাস্কার জানিয়েছেন, শিখর ধাওয়ান ও ক্রুনাল পান্ডিয়া এই ম্যাচে নিজেদের উজাড় করে দিয়েছেন। দুজনে আলাদা আলাদা পরিস্থিতিতে ব্যাটিং করতে নেমে যে পারফরম্যান্স করেছে তাতে দলে নিজেদের জায়গা মজবুত করেছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন শিখর ধাওয়ান। ওপেন করতে নেমে ব্যাট হাতে 106 বলে 98 রানের দুর্দান্ত ইনিংস খেলেন ধাওয়ান। অল্পের জন্য ধাওয়ানের সেঞ্চুরি মিস হয়। তবে সুনীল গাভাস্কার মনে করেন ধাওয়ানের এই ইনিংসটি সেঞ্চুরির থেকে কোন অংশেই কম নয়। এই ইনিংস অনেক দিন মনে রাখবে ভারতীয় ক্রিকেট প্রেমীরা।
সেই সঙ্গে ধাওয়ানের বয়স নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল সেই বিষয়েও মুখ খুলেলেন সুনীল গাভাস্কার। গাভাস্কার বলেন, “আর কিছুদিন পরেই শিখর 36 বছরে পা দেবে। আর তাই এখন থেকেই অনেকে ধাওয়ানের 2023 বিশ্বকাপে খেলা হবে নাকি হবে না সেই নিয়ে আলোচনা শুরু করেছেন। তবে আমার মতে এই আলোচনার কোন মানেই হয় না। ও যদি নিজের ফিটনেস বজায় রেখে দেশের হয়ে খেলতে পারে তাহলে ক্ষতি কিসের!”