ওপেনারদের জঘন্য ব্যাটিং দেখে রেগে আগুন সুনীল গাভাস্কার, বললেন ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে ট্রাক গলে যাবে

বাংলা হান্ট ডেস্কঃ অ্যাডিলেডে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া দিবারাত্রি টেস্ট (India vs australia day night test)। প্রথম টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে এই ম্যাচে প্রথম একাদশ ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্ক সৃষ্টি হয়। কারণ দুরন্ত ফর্মে থাকা শুভমান গিলকে বাদ দিয়ে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয় চূড়ান্ত অফফর্মে থাকা পৃথ্বী শ-কে।

ম্যাচ শুরু হওয়ার আগে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ এবং প্রাপ্তন ক্রিকেটার দাবি করেছিলেন মায়াঙ্ক আগারওয়াল এর সঙ্গে ওপেনিংয়ে দেখতে চাই শুভমান গিলকে। তবু শুভমান গিলের পরিবর্তে পৃথ্বী শ-র উপরই ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে টিম ম্যানেজমেন্টের ভরসার কোন মানই রাখতে পারলেন না পৃথ্বী শ।

318498679762ab88dffcb0e40cfbac5d6469511e956794582c145f4f07645dbf13c205b

প্রথম ম্যাচে ইনিংসের প্রথম ওভারের মিচেল স্টার্কের দ্বিতীয় বলে বোল্ড হয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান পৃথ্বী শ এবং দ্বিতীয় ইনিংসেও সেই একই অবস্থা মাত্র 4 রান করে একই ভাবে মিচেল স্টার্কের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান পৃথ্বী শ। একই ভাবে প্রথম ইনিংসে রান পান নি ভারতের আরেক ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। তিনিও বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। দুজনের আউট হওয়ার ধরন একই রকম। দুজনেরই ব্যাট এবং প্যাডের মাঝে অনেকটা ফাঁকা ছিল আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে অজি বোলাররা। আর ভারতীয় ওপেনারদের এভাবে আউট হওয়া দেখে খুব রেগে যান প্রাক্তন ভারত ওপেনার তথা কিংবদন্তি সুনীল গাভাস্কার। তিনি বলেন, দেখে মনে হচ্ছে ভারতীয় ওপেনারদের প্যাড এবং ব্যাটের মাঝখান দিয়ে ট্রাক গলে যাবে।


Udayan Biswas

সম্পর্কিত খবর