বাংলা হান্ট ডেস্কঃ বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল তিনটি ফরম্যাটেই ইংল্যান্ডকে হারিয়েছে। ওয়ানডে সিরিজের নির্ধারিত ম্যাচে ইংল্যান্ডের কাছ থেকে সাত রান জয় ছিনিয়ে নিয়েছে ভারত। আর তারপরই ভারতের এই সাফল্যের রহস্য ফাঁস করলেন প্রাপ্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার।
সুনীল গাভাস্কারের মতে যখন কোন দলে একাধিক ভালো খেলোয়াড় থাকে তখন সেই দলের ম্যাচের জেতার শতাংশটা অনেকটা বেড়ে যায়। কোহলির এই দলে অনেক জন ম্যাচ উইনার রয়েছে যাদের ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্সের জন্য ভারতীয় ক্রিকেট দলের এই সাফল্য।
স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল গাভাস্কার জানিয়েছেন, ” এই ভারতীয় দল অসাধারণ এই ভারতীয় দলে রয়েছেন একজন দুর্দান্ত মনের অধিনায়ক তিনি সর্বদা দলকে চাঙ্গা রাখেন। এছাড়াও দলে রয়েছেন দুই থেকে তিনজন ভালো ওপেনার, যারা প্রায় প্রত্যেক ম্যাচে রান পাচ্ছেন। এছাড়াও মিডল অর্ডারে রয়েছে একাধিক বৈচিত্র একাধিক দুর্দান্ত ব্যাটসম্যান যারা যেকোনো সময় যেকোনো মুহূর্তে ম্যাচের রং বদলে ফেলতে পারেন। এছাড়াও দলের বোলিং বিভাগে রয়েছে একাধিক বৈচিত্র যারা বোলিংয়ের পাশাপাশি প্রয়োজন পড়লে ব্যাটিংও করতে পারে। আর এই সমস্ত বিষয়গুলির জন্যই এই ভারতীয় দল অপ্রতিরোধ্য। এই কারণে বিরাট কোহলির অশ্বমেধের ঘোড়া ছুটে চলেছে সারা বিশ্বজুড়ে।”