বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে দারুন সাফল্য পেয়েছেন কোহলি। তবে ভারতীয় ক্রিকেট দলে একটা দারুন গুন রয়েছে, সেটা হল বর্তমান অধিনায়ক থাকাকালীনই আগামী দিনের অধিনায়ক তৈরি করে নেওয়া। দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটে এমটাই চলে আসছে। যেমন ধোনি দুরন্ত ফর্মে অধিনায়কত্ব করার সময়ই বিরাট কোহলিকে অধিনায়ক হিসেবে তৈরি করা শুরু করে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।
তেমনই বিরাট কোহলির অবর্তমানে ভারতীয় দলের অধিনায়কত্ব কে সামলাবে। বিরাট কোহলির পর কার কাঁধে তুলে দেওয়া হতে পারে ভারতীয় দলের অধিনায়কত্ব এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুনীল গাভাস্কার সরাসরি বলে দিলেন, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুরন্ত অধিনায়কত্ব করেছেন ঋষভ পন্থ। বিরাট কোহলির পরবর্তী সময়ে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ঋষভের নাম ভাবা যেতেই পারে।
আইপিএলের দিল্লি ক্যাপিটালসের হয়ে ঋষভ পন্থের অধিনায়কত্বের দারুণ প্রশংসা করেছেন সুনীল গাভাস্কার। আইপিএল স্থগিত হওয়ার আগে পর্যন্ত আট ম্যাচের মধ্যে ঋষভের অধিনায়কত্বে 6 টি ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস। সুনীল গাভাস্কার বলেন, “ঋষভ একজন দারুন সাহসী এবং বুদ্ধিদীপ্ত অধিনায়ক। প্রত্যেক অধিনায়কই ভুল করে। ঋষভও করেছিল তবে ও নিজের ভুল থেকে শিক্ষা নেয়। দ্রুত ভুল শুধরে নিতে পারে ঋষভ যা ওকে ভবিষ্যতের নেতা হয়ে উঠতে সাহায্য করবে।”