WTC ফাইনালে অজিদের বিরুদ্ধে নামতে চলা ভারতীয় একাদশ বাছলেন গাভাস্কার! বাদ দিলেন এই তারকাকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকালই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) জন্য ভারতীয় স্কোয়াড (Team India) ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। সেই স্কোয়াডে সুযোগ পাওয়া খেলোয়াড়দের নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দুর্দান্ত ফর্মে থাকা অজিঙ্কা রাহানের সুযোগ পাওয়া নিয়ে যেমন অনেকেই খুশি হয়েছেন ঠিক তেমনি ঋদ্ধিমান সাহা বা সরফরাজ খানের অনুপস্থিতি অনেকে মেনে নিতে পারেননি।

জুন মাসের ৭ তারিখ থেকে ইংল্যান্ডের ওভালে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। কিছুদিন আগেই ঘরের মাটিতে অজিদেরকে হারিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। কিন্তু ভারতের পরিস্থিতি ও পরিবেশ এবং ইংল্যান্ডের পরিস্থিতি ও পরিবেশের মধ্যে আকাশ পাতাল তফাৎ। নিজেদের মারাত্মক পেস বোলিং আক্রমণের জন্য খাতায় কলমে, কিছুটা এগিয়েই রয়েছে অস্ট্রেলিয়া।

তার আগে ভারতীয় দলের কিরকম একাদশ নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামা উচিত সেই নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কার। তিনি সম্প্রতি জানিয়েছেন তার পছন্দের একাদশ কিরকম হবে অজিদের বিরুদ্ধে। বেশ কয়েকটি চমক রয়েছে তার নির্বাচিত এই একাদশে। দুই ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে নিয়েই ইংল্যান্ডের মাটিতে নামতে চলা এই একাদশ তিনি তৈরি করেছেন। সেই সঙ্গে শ্রীকর ভরতকে দল থেকে বাদ দিয়ে তিনি উইকেটরক্ষক হিসেবে জায়গা দিয়েছেন লোকেশ রাহুলকে। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক তার তৈরি এই একাদশে।

gavaskar sunil

সুনীল গাভাস্কারের পছন্দের একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, জয়দেব উনদকাট, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক)
শুভমান গিল
চেতেশ্বর পূজারা
বিরাট কোহলি
অজিঙ্কা রাহানে
লোকেশ রাহুল
শ্রীকর ভারত (উইকেটরক্ষক)
রবিচন্দ্রন অশ্বিন
রবীন্দ্র জাদেজা
অক্ষর প্যাটেল
শার্দুল ঠাকুর
মহম্মদ শামি
মহম্মদ সিরাজ
উমেশ যাদব
জয়দেব উনদকাট

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর