বাংলা হান্ট ডেস্কঃ ভারত অধিনায়ক বিরাট কোহলি ইতি মধ্যেই জানিয়ে দিয়েছেন টি২০ বিশ্বকাপের পর ভারতীয় টি ২০দলের অধিনায়ক থাকছেন না তিনি। যার জেরে স্বভাবিকভাবেই নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। যদিও দাবিদার হিসাবে কার নাম সবার আগে এ প্রশ্নের উত্তর কোন ক্রিকেট ফ্যানেরই অজানা নয়। বরং অনেক বিশ্লেষক তো এও বলছেন শুধু টি২০ নয় আগামীদিনে একদিনের ম্যাচের অধিনায়কের ভারও হয়ত তুলে দেওয়া হতে পারে রোহিত শর্মার হাতেই। অর্থাৎ শুধু মাত্র ভারতের টেস্ট অধিনায়ক হিসাবেই থেকে যেতে পারেন বিরাট।
তবে আগামীদিনে যা ঘটবে তার উত্তর দেবে সময়ই, আপাতত ভারতের আগামী টি২০ অধিনায়ক কে হবেন তাই নিয়ে ফের একবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার তথা কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। এর আগেই টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেছিলেন, বিসিসিআই যে সামনের দিকে তাকাতে চাইছে এটা খুব ভাল লক্ষন।
এদিন ফের একবার নতুন অধিনায়ক হিসাবে রোহিত শর্মার নাম বেছে নিয়ে তিনি বলেন, “অবশ্যই, পরবর্তী বিশ্বকাপের জন্য রোহিত শর্মা। পরপর বিশ্বকাপ রয়েছে, এই মুহূর্তে অধিনায়কত্বের মধ্যে খুব বেশি পরিবর্তন চাইবেন না কেউই।”
একইসঙ্গে এদিনও ফের একবার কে এল রাহুল এবং ঋষভ পন্থের নাম টেনে এনেছেন তিনি। তার মতে দলের সহ অধিনায়ক হিসাবে এদের কারও নাম অবশ্যই ভেবে দেখতে পারে বিসিসিআই। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে গাভাস্কার এও বলেছিলেন, যদি ভবিষ্যতের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতেই হয় তাহলে অধিনায়ক হিসাবেও রাহুলের কথা ভাবা যেতে পারে।