বড় ভবিষ্যৎবাণী সুনীল গাভাস্কারের, জানালেন কোন দল জিততে চলেছে IPL 2022

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২ শুরু হচ্ছে আর দু দিন পর থেকেই। এবারের আইপিএল খুব উত্তেজনাপূর্ণ হতে চলেছে, কারণ আইপিএলের পঞ্চদশ তম মরশুমে ১০ টি দলকে মাঠে নামতে দেখা যাবে। আইপিএল শুরুর আগেই ভারতীয় প্রাক্তন ব্যাটার সুনীল গাভাস্কার একটি বড় ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি আইপিএল ২০২২ শিরোপা বিজয়ী কোন দল হতে পারে তা নিয়ে একটি বড় মন্তব্য করেছেন।

এবারের আইপিএলের প্রথম ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে অনুষ্ঠিত হবে। এবার আইপিএলের সঙ্গে নতুনভাবে যুক্ত হল গুজরাট টাইটানস এবং লখনউ সুপার জায়ান্টস দল। পুরোনো আট দলের মধ্যে তিনটি দল এখনও আইপিএল শিরোপা জিততে পারেনি। এর মধ্যে রয়েছে দিল্লি ক্যাপিটালস, আরসিবি এবং পাঞ্জাব কিংস। এবার তাদের মধ্যে থেকে একটি দলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ভারতের সাবেক ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। তিনি বলেছেন যে দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২২ এর শিরোপা জিততে পারে।

delhi capitals 2

গত মরশুমের প্রথম ভাগে শ্রেয়স আইয়ারের চোট থাকার কারণে দিল্লি ক্যাপিটালস রিশভ পন্থকে তাদের অধিনায়ক করেছিল। পন্ত তার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত, কিন্তু অধিনায়ক হিসাবেও নিজের জাত চিনিয়েছিলেন তিনি। একটি চ্যানেলের সাথে কথা বলার সময় সুনীল গাভাস্কার বলেছেন যে গত বছর দিল্লির অধিনায়ক হিসাবে পন্ত যে অভিজ্ঞতা অর্জন করেছেন, এ বছর তিনি সেটা কাজে লাগতে পারে। ভারতীয় দলের হয়ে খেলেও অভিজ্ঞতা অনেক বেড়েছে তার।

রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের সবচেয়ে সফল দল। পাঁচবার আইপিএল শিরোপা জিতেছেন তারা। একই সঙ্গে চারবার আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস। গৌতম গম্ভীরের নেতৃত্বে কেকেআর দুবার আইপিএল শিরোপা জিতেছে। চেন্নাই সুপার কিংস দল জিতেছে চারবার। অর্থাৎ গত ১৪ বারের মধ্যে ১১ বারই জিতেছে ৩ টি মাত্র দল। তাই এবার নতুন কোনও বিজয়ী পেতে চাইবে ক্রিকেটভক্তরা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর