অসম্মানিত হয়ে বাদ পরার আগেই সম্মানের সাথে ক্রিকেট থেকে ধোনির অবসর নেওয়া উচিৎ: সুনীল গাভাস্কার।

বেশ কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটে ধোনির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। বিশ্বকাপের পরেই বিভিন্ন মহল থেকে বারবার সাওয়াল করা হয়েছে ধোনির অবসর নিয়ে। তবে ভারতীয় কোচ সহ টিম ম্যানেজমেন্ট অবসর নিয়ে সিদ্ধান্ত ধোনির উপরেই ছেড়ে দিয়েছেন। আর এবার ধোনির অবসর নিয়ে মুখ খুললেন প্রাপ্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার।

এইদিন প্রাপ্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন ধোনিকে নিয়ে। গাভাস্কার বললেন, এবার সময় এসে গেছে ধোনিকে বাদ দিয়েই ভারতীয় দল গড়ার। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই যতটা সম্ভব তরুণ প্রজন্মের উপর ভরসা করেই ভারতীয় দলে তৈরি করতে হবে।

IMG 20190921 083054

ইতিমধ্যেই ধোনির অবসর জল্পনা বেড়েই চলেছে দিনের পর দিন। বিশ্বকাপ থেকে ফিরে ক্যারিবিয়ান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে দুই মাসের ছুটি নিয়েছিলেন ধোনি সেই সময় উনি সেনাবাহিনীর প্রশিক্ষণ নেন। তারপর ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজে ধোনিকে দলে রাখে নি নির্বাচকরা। আর তারপরেই ধোনির অবসর জল্পনা তীব্রতা পেয়েছে।

আর এই প্রসঙ্গেই গাভাস্কার বলেন, ধোনি ভালো ভাবেই জানেন যে কখন তিনি ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন। তাই ধোনির অবসরের ব্যাপারটা ওর উপর ছেড়ে দিলেও আমার মনে হয় এবার ভারতীয় দলের সময় এসে গেছে সামনেই দিকে তাকানোর। কারণ এই মুহূর্তে ধোনির বয়স দাঁড়িয়েছে 38 সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বয়স দাঁড়াবে 39। তাই ধোনিকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল গড়া উচিত। এছাড়াও ধোনির পরিবর্ত হিসাবে ঋষভ পন্থ এবং সঞ্জু সামসুং গাভাস্কারের প্রথম পছন্দ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর