বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার প্রায়ই তার ক্রিকেটীয় মন্তব্যের কারণে শিরোনামে থাকেন। গাভাস্কার প্রতিদিন কোনো না কোনো খেলোয়াড়ের খারাপ পারফরম্যান্সে দেখে সেই নিয়ে কড়া মন্তব্য করে থাকেন। এখন আইপিএল ২০২২ চলাকালীন গাভাস্কার একজন খেলোয়াড়কে সমালোচনায় বিদ্ধ করেছেন। গাভাস্কার এমনও বলেছেন যে এই খেলোয়াড় তার কেরিয়ারে এখনও পর্যন্ত কিছুই শেখেননি। আইপিএল ২০২২-এর সপ্তম ম্যাচে, সিএসকে, লখনউ সুপার জায়ান্টসের কাছে ৬ উইকেটে পরাজয়ের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে ভিলেন হয়েছিলেন সিএসকে-র অলরাউন্ডার শিবম দুবে। লখনউয়ের ইনিংসের ১৯ তম ওভারে ২৫ রান দিয়ে সিএসকে-র ব্যাগ থেকে ম্যাচটি তুলে লখনউকে উপহার দেন দুবে। ব্যাট হাতে এই খেলোয়াড়ের পারফরম্যান্স খুব ভালো ছিল, কিন্তু বল হাতে পুরো ম্যাচটাই নষ্ট করে দেন তিনি।
গাভাস্কার শিবম দুবের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দুবে এখন অনেকদিন ধরেই সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন। এরপরও ক্রমাগত গুড লেংথে বোলিং করে গেছেন তিনি কাল। এ জন্য তার শাস্তি হওয়া দরকার। শিবম দুবের স্লোয়ার বল টার্নিং বা ড্রাই পিচে খুব উপকারী, কিন্তু এমন পিচে নয় যেখানে বল ভালোভাবে ব্যাট থেকে আসছে। শিবম দুবে কিছুই শিখেনি। তিনি ধারাবাহিকভাবে একই বোলিং করেন, কখনও লেন্থ আবার কখনও অন্য কিছু, এজন্যই তিনি ২৫ রান বিলিয়েছেন।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সিএসকে-র ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেছিল। এই ম্যাচে সিএসকে অলরাউন্ডার শিবম দুবে লখনউ সুপার জায়ান্টসের বোলারদের ওপর অনেকটাই দাপট দেখিয়েছেন। দুবে তার ব্যাটিং দিয়ে সব সমালোচকদের চুপ করে দেন। প্রথমে ব্যাট করে সিএসকে ২১০ রান করে। এই ইনিংসে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান শিবম দুবে। এই ম্যাচে শিবম ৩০ বলে ৪৯ রান করেন, যার মধ্যে ৫টি চার ও ২টি ছক্কা ছিল।
শিবম দুবে ২০১৯ সালে প্রথম আইপিএল ম্যাচ খেলেছিলেন। শিবম আইপিএলে ২৬ টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি ২২.৫৫ গড়ে ৪৫১ রান করেছেন এবং ৪ উইকেট নিয়েছেন। আইপিএলে ১টি হাফ সেঞ্চুরিও রয়েছে শিবমের। শিবম আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালসের হয়ে আগে খেলেছেন। এবার শিবমকে ৪ কোটি টাকায় কিনেছে চেন্নাই সুপার কিংস।