BCCI-এর দল নির্বাচনে স্বচ্ছতা নেই! সরাসরি জয় শাহদের দিকে আঙুল তুললেন সুনীল গাভাস্কার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Team India) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের হতাশা এখন অতীত। এবার সময় পরবর্তী সিরিজগুলিতে ভালো পারফরম্যান্স করে ইতিবাচকভাবে এগিয়ে চলার। সেই লক্ষ্যে তাদের প্রথম পদক্ষেপ হলো ক্যারিবিয়ান সফর। সেই সফরের ওডিআই ও টেস্ট সিরিজের দল আজ ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)।

যশস্বী জয়সওয়াল ঘরোয়া ক্রিকেটে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার দুর্দান্ত পারফরম্যান্সের ফল পেয়েছেন। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যর্থতার পর টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ টেস্ট ব্যাটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ সহ-অধিনায়কত্ব দেওয়া হয়েছে অজিঙ্কা রাহানেকে। যদিও রোহিত এবং বিরাট কোহলিও পূজারার মতোই অফফর্মে থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

   

pujara 100th

কিন্তু পূজারাকে বলির পাঁঠা করা নিয়ে ঘোরতর আপত্তি করেছেন সুনীল গাভাস্কার। বিসিসিআইয়ের এই প্রতিবাদ করে তিনি বলেছেন, “কেন তাকে (চেতেশ্বর পূজারা) বাদ দেওয়া হয়েছে? কেন তাকে আমাদের ব্যাটিং ব্যর্থতার জন্য এককভাবে বলির পাঁঠা হয়েছে। তিনি ভারতীয় ক্রিকেটের একজন অনুগত সেবক ছিলেন। একজন অনুগত এবং শান্ত সেবক। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় তার লক্ষ লক্ষ ফলোয়ার নেই, তাকে বাদ দেওয়া হলে কোনও আওয়াজ তোলা হবে না, তাই তাকে আপনারা এভাবে বাদ দিলেন৷ তার পেছনে ক্ষমতাশালী কারোর হাত নেই বলে তার দুর্বলতার সুযোগ নেওয়া হলো? এটা আমার বোঝার বাইরে। তাকে বাদ দেওয়া এবং অন্য যারা ব্যর্থ হয়েছে তাদের দলে রেখে দেওয়ার কারণ কি হতে পারে আমার জানা নেই।”

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেট-রক্ষক), ঈশান কিষান (উইকেট-রক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র অশ্বিন। জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নভদীপ সাইনি

ভারতের ওয়ান ডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেট-রক্ষক), ঈশান কিষান (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর