তিনি নিজে কিংবদন্তি! তাও ধোনির কাছ থেকে এই জিনিসটি শিখতে চান সুনীল গাভাস্কার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ওপেনার কে? এই প্রশ্নটা করলে অনেকেই মুখেই আজও যে নামটা উঠে আসবে, সেই নামটি হলো সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিশ্বের সর্বকালের সেরা টেস্ট ক্রিকেটারদের মধ্যে একজন। সীমিত ওভারের ক্রিকেট তিনি খুব বেশি খেলেননি বা সেখানে তার সাফল্য তাতে খুব বেশি নেই। সম্প্রতি তিনি আইপিএলে (IPL) নিজের পছন্দের কথা জানিয়েছেন।

ক্রিকেট খেলা ছাড়ার পর দীর্ঘদিন ধারাভাষ্যের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন গাভাস্কার। সেই সুত্রেই আইপিএলের সম্প্রচারকারী টিভি চ্যানেলের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে সামিল হয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। সেখানেই তার সামনে প্রশ্ন রাখা হয়েছিল যে তার যুগের কোন কোন ক্রিকেটার আইপিএল খেলার সুযোগ পেতেন সেই সম্পর্কে।

gavaskar sunil

এই প্রসঙ্গে নিজের সতীর্থ হিসেবে তিনজনের নাম নিয়েছেন সুনীল গাভাস্কার। একজন ব্যাটার হিসেবে সন্দীপ পাটিল, একজন অলরাউন্ডার হিসাবে কপিল দেব এবং একজন বোলার হিসেবে ভাগবত চন্দ্রশেখরের নাম উল্লেখ করেছেন প্রাক্তন ভারতীয় তারকা। সেই সঙ্গে নিজের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি তার ইচ্ছার কথাও জানিয়েছেন।

সুনীল গাভাস্কার জানিয়েছেন তিনি যদি কোনওদিনও আইপিএল খেলার সুযোগ পেতেন তাহলে অবশ্যই নিজের রাজ্যের দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে চাইতেন। একান্ত যদি সেই দলে সুযোগ না হতো তাহলে তিনি চেন্নাই সুপার কিংস দলের অংশ হতে চাইবেন কারণ সেই দলের মালিকরা ক্রিকেটার ব্যাপারে আবেগপ্রবণ বলে মন্তব্য করেছেন তিনি।

সেই সঙ্গে চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে যুক্ত হওয়ার আরও একটি কারণ জানিয়েছেন গাভাস্কার। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পাওয়াটা তার কাছে বড় সৌভাগ্যের ব্যাপার হবে বলে জানিয়েছেন তিনি। মাঠের মধ্যে যতটা শান্ত এবং ধীর-স্থির থাকেন ধোনি, বাস্তব জীবনেও অর্থাৎ ড্রেসিংরুমের অন্দরে তিনি ততটাই শান্ত এবং সুস্থির কিনা সেই সম্পর্কেও জানতে কৌতূহলী প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর