ভাইরাল ছবি: ক‍্যাটরিনা না কার্টুন! ধরতে পারবেন না

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় তারকা হলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। একের পর এক ছবি উপহার দিয়েছেন তিনি সিনেপ্রেমীদের। অভিনয়ের পাশাপাশি নাচ ও শরীরচর্চার দিকেও ঝোঁক রয়েছে তাঁর। এক কথায় রূপে লক্ষ্মী গুণে সরস্বতী।

katrina kaif launches her own beauty line 2019 10 16
ক‍্যাটের সৌন্দর্য্যের বিষয়ে তো নতুন করে কিছুই বলার নেই। তাঁর রূপের চর্চা শুধু এদেশেই থেমে থাকেনি। খোদ বলিউডের ‘ভাইজান’ সলমন খানও প্রেমে পড়েছেন তাঁর। দুজনের সম্পর্ক নিয়ে বহুবার জলঘোলা হয়েছে। তালিকায় রয়েছেন রণবীর কাপুরও। এখন জানা যাচ্ছে, ভিকি কৌশল নাকি ক‍্যাটরিনার প্রেমে হাবুডুবু খাচ্ছেন।

https://www.instagram.com/p/B9n3jP5hBgR/?igshid=13xerjycg6le3

এহেন সুন্দরী অভিনেত্রীর ছবি আঁকতে হলেও যে দক্ষতা দরকার তা বলা বাহুল‍্য। কিন্তু সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় এমন একটি ছবি ভাইরাল হয়েছে যার সঙ্গে দূরদূরান্তে কোনও মিলই নেই ক‍্যাটরিনার।

https://www.instagram.com/p/B-KHTu_hu9Y/?igshid=7lw2alctnp2y

ছবিটি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন জনপ্রিয় কমেডিয়ান সুনীল গ্রোভার। ক‍্যাটরিনার একটি ছবির সঙ্গে কোলাজ করেছেন তিনি এই ছবিটি। দেখা যাচ্ছে, ক‍্যাটরিনার মতোই গোলাপি শাড়ি পরিয়ে আঁকা হয়েছে ছবির মেয়েটিকে। ছবিতে ক‍্যাটের মতো আদল আনার চেষ্টা করলেও তা রে সম্ভব হয়নি সেটা স্পষ্ট।

https://www.instagram.com/p/B-myphvB1kZ/?igshid=ygjt61v0igyr

ছবির ক‍্যাপশনে সুনীল লিখেছেন, ‘লকডাউন কত কবি, কত শেফের জন্ম দিয়েছে। এটা একজন শিল্পীর উদাহরণ’। তবে সেই শিল্পীটি যে কে তা বলেননি তিনি। নিজের এমন ছবি দেখে ক‍্যাটরিনা এখনও কিছু না বললেও নেটিজেনরা বেশ মজা পেয়েছেন এই ছবি দেখে। পোস্টে লাইকের সংখ‍্যা পৌঁছেছে এক লক্ষ।

https://www.instagram.com/p/B_R5bXunGKj/?igshid=6qwsjoxreh82

প্রসঙ্গত, লকডাউনে শুটিং বন্ধ থাকলেও সোশ‍্যাল মিডিয়ায় দিব‍্যি সক্রিয় রয়েছেন সুনীল গ্রোভার। মাঝে মাঝেই নানা মজার মিম পোস্ট করেন তিনি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে।

Niranjana Nag

সম্পর্কিত খবর