বাংলাহান্ট ডেস্ক : দরজায় কড়া নাড়ছে পাঞ্জাব বিধানসভা নির্বাচন। সে রাজ্যে এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস। এরই মধ্যে দলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পদ নিয়ে ধর্মীয় ভেদাভেদ করার অভিযোগ আনলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা সুনীল জাখর। তাঁর অভিযোগ, তিনি শুধুমাত্র হিন্দু বলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রত্যাখ্যান করা হয়েছে তাঁকে। তাঁর এহেন মন্তব্যে কার্যতই অস্বস্তিতে কংগ্রেস শিবির।
জাখরের দাবি, দিল্লিতে বসে কোনোভাবেই পাঞ্জাবের জন্য সঠিক সিদ্ধান্ত নেন না নেতারা। একটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ দিল্লিতে বসে নেতারা ঠিক করছেন যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একজন শিখই উপযুক্ত হবেন। কিন্তু ওঁরা ভুলে যাচ্ছেন, পাঞ্জাব ধর্মনিরপেক্ষ রাজ্য।’ তাঁর আরও অভিযোগ, ‘ আমাকে যদি এটা বলা হত যে বিধায়ক না হলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়া যাবে না, তাহলেও মেনে নিতাম। কিন্তু আমি পাঞ্জাবি হিন্দু বলে আমায় প্রত্যাখ্যান করেছে দল। এতে আমি অত্যন্ত মর্মাহত।’
সম্প্রতি জলন্ধরের একটি ভার্চুয়াল সমাবেশে রাহুল গান্ধী জানিয়েছিলেন অতি শীঘ্রই ঘোষণা করা হবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম। দলের সমস্ত নেতাদের সঙ্গে আলোচনা করেই তিনি এটি করবেন বলেও জানান রাহুল। কিন্তু এখনও তা ঘোষণা করেনি দল।
প্রসঙ্গত, এর আগেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর তালিকা নিয়ে বোমা ফাটিয়েছেন সুনীল জাখর। তিনি দাবি করেছিলেন অমরিন্দর সিং পদত্যাগ করার সময় দলের ৪২ জন বিধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে সুনীল জাখরকেই চেয়েছিলেন। কংগ্রেসের অন্দরে নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে ঝামেলার জেরে দল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ দুইই ছাড়েন অমরিন্দর সিং। এর পর থেকেই টালমাটাল পাঞ্জাবের রাজনীতি। এহেন পরিস্থিতিতেই এবার সুনীল জাখরের এই দাবি যে দলের ফাটলকে আরও খানিকটা স্পষ্ট করে দিল, তা বলাই বাহুল্য।