বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলে গত ৯ বছর ধরে কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নাম হল সুনীল নারায়ন। আসন্ন আইপিএলের জন্যও ফ্র্যাঞ্চাইজিটি তাকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। নারায়ন, যিনি কেকেআরের ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল শিরোপা নেতৃত্ব দিয়েছিলেন, বলেছিলেন যে ফ্র্যাঞ্চাইজিটি তার জন্য নিজের বাড়ির মতোই হয়ে গিয়েছে। তাই তিনি অন্য কোনও দলে যোগ দিতে না। আইপিএল ২০২২ মেগা নিলামের দিকে তাকিয়ে, ফ্র্যাঞ্চাইজি তাকে ৬ কোটি টাকায় ধরে রেখেছে।
রিটেনশনের কথা অফিসিয়ালি ঘোষণা করার পর ফ্র্যাঞ্চাইজির শেয়ার করা একটি ভিডিওতে ওয়েস্ট ইন্ডিজের রহস্য স্পিনার সুনীল নারিন বলেছেন, “আমার কাছে কেকেআর ছাড়া আর কোনো দল নেই, আমি গোটা আইপিএল-টিই এখানে খেলেছি। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে আরও খেলতে চাই। আমি এই দল ছাড়া অন্য দলে যেতে চাই না।”
সম্প্রতি হওয়া রিটেনশন প্রক্রিয়ায় কেকেআর দলের অধিনায়ক ইয়ন মরগ্যান, দীনেশ কার্তিক, শুভমান গিল সহ তার অনেক বড় ক্রিকেটার-কে ছেড়ে দিয়েছে। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়নকে ধরে রেখেছে। কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেলকে ১২ কোটি, বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আইয়ারকে ৮ কোটি এবং ক্যারিবিয়ান কোটি টাকা দিয়ে ধরে রেখেছে।
সুনীল ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দেন। তারপর থেকে একটানা এই দলের হয়ে খেলছেন তিনি। তিনি কেকেআরের হয়ে আইপিএলে ১৩৪ ম্যাচ খেলেছেন, ১৩৩ ইনিংসে তিনি ১৪৩ টি উইকেট নিয়েছেন। আইপিএলে ১৯ রানে ৫ উইকেট নেওয়া তার আইপিএল কেরিয়ারের সেরা পারফরম্যান্স। এই সময়ে তিনি সাতবার চার উইকেট এবং একবার পাঁচ উইকেট নিয়েছেন।