বাংলাহান্ট ডেস্ক: তিনি যেন ‘ওল্ড ওয়াইন’। এই ৬১ বছর বয়সেও সুনীল শেট্টি (Sunil Shetty) যেন তরুণ। ‘সল্ট অ্যান্ড পেপার’ লুক নিয়ে এখনো বহু মহিলার হৃদয়ে ঝড় তুলতে সক্ষম তিনি। বয়স যেন উলটো পথে হাঁটছে তাঁর। বলিউড থেকে দূরে থাকলেও এখনো পর্যন্ত চর্চায় রয়েছেন সুনীল। আজ ১১ অগাস্ট ৬১ তে পা দিলেন বলিউডের ‘আন্না’।
১৯৯২ সালে ‘বলবান’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন সুনীল। বিপরীতে ছিলেন দিব্যা ভারতী। সে সময়কার কোনো নায়িকাই প্রথমে সুনীলের সঙ্গে কাজ করতে রাজি ছিলেন না। নবাগত অভিনেতার সঙ্গে কাজ করে কেউই ছবি ফ্লপ করতে চাননি। শেষমেষ রাজি হন দিব্যা। আর সে ছবি হিটও করে। তারপর থেকে আর কখনো সুনীলকে কাজের জন্য অপেক্ষা করতে হয়নি।
বলিউডে অ্যাকশন হিরো হিসাবে পরিচিতি বানিয়েছিলেন সুনীল। নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করে নিয়েছিলেন তিনি। তাঁর কণ্ঠস্বর, কথা বলার ধরণ পর্যন্ত এখনো জনপ্রিয় সিনেপ্রেমীদের মধ্যে। কিন্তু এখন আর কোনো ছবিতে অভিনয় করেন না তিনি।
তাহলে এত বিলাসবহুল জীবন কাটান কীভাবে সুনীল? আসলে ছবি থেকে দূরে থাকলেও আয়ের অনেক উৎস রয়েছে তাঁর। হোটেল, রেস্তোরাঁর ব্যবসা তো রয়েছেই, পাশাপাশি ফ্যাশন বুটিকও রয়েছে সুনীলের। সেখান থেকেই কোটি কোটি টাকা কামান তিনি। সূত্রের খবর মানলে, অভিনয় ছেড়ে দিলেও তাঁর বার্ষিক আয় ১০০ কোটি টাকার বেশি।
বলিউডে পা রাখার আগেই বিয়েটা সেরে ফেলেছিলেন সুনীল। মানা শেট্টির সঙ্গে বিবাহিত হয়েই ডেবিউ করেছিলেন তিনি। সে সময়ে বিবাহিত নায়কদের চাহিদা কম ছিল ইন্ডাস্ট্রিতে। তাই অনেকেই বিবাহিত হলেও সেটা লুকিয়ে রাখতেন। কিন্তু সুনীল সে দলে পড়েননি। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে বিবাহিত হয়েও বলিউডে নাম করা যায়।