মেয়ের স্বামী লোকেশ রাহুলের সঙ্গে ঝামেলায় জড়ালেন সুনীল শেট্টি! করলেন বিস্ফোরক মন্তব্য

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে চলতি বছরের শুরুর দিকে তারকা অভিনেতা সুনীল শেট্টির (Sunil Shetty) কন্যা, বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টির (Athiya Shetty) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারকা ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল (KL Rahul)। সেই সময় বিবাহের কারণে ভারতীয় দল (Indian Cricket Team) থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছিলেন তিনি। যদিও সেই কারণে তাকে সমালোচনের মুখে পড়তে হয়েছিল।

ভারতীয় দলের চেয়ে তার বিবাহ তার কাছে বেশি গুরুত্বপূর্ণ এমন জাতীয় কিছু সমালোচনা শুনেছিলেন তিনি। যদিও তার স্ত্রী এবং তার শ্বশুর, সুনীল শেট্টি সবসময় কঠিন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় রাহুলের পাশে দাঁড়িয়ে পোস্ট করতে দেখা গিয়েছে বলিউড তারকাকে।

কিন্তু সম্প্রতি তিনি এমন একটি মন্তব্য করেছেন যা দেখে অনেকের মনে হচ্ছে যে এবার হয়তো নিজের জামাতের প্রতি খুব একটা সন্তুষ্ট নন সুনীল। তার এই মন্তব্যটি দেখে অনেকেই চমকে গিয়েছেন। এই প্রতিবেদনে আমরা জানাবো কি সেই মন্তব্য যার জন্য সোশ্যাল মিডিয়ায় তারকা শ্বশুর এবং জামাইয়ের জুটি নিয়ে শুরু হয়েছে জল্পনা।

test kl rahul

 

সম্প্রতি তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই মুহূর্তে ভারতের সবচেয়ে শারীরিকভাবে সক্ষম অর্থাৎ ফিট ক্রিকেটার কে? এই প্রশ্নের জবাবে সুনীল শেট্টি, নিজের জামাতা লোকেশ রাহুলের নাম নেননি। তিনি জানিয়েছেন এই মুহূর্তে তিনি ভারতীয় দলের সবচেয়ে ফিট ক্রিকেটার মনে করেন বিরাট কোহলিকে। তার এই মন্তব্যের পরেই শুরু হয়েছে জল্পনা। তবে কি তাদের মধ্যে সম্পর্ক আর আগের মতো নেই? এই নিয়ে উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, এই মুহূর্তে আইপিএলে পাওয়া চোট সারাতে ব্যস্ত রয়েছেন রাহুল। কবে তিনি সম্পূর্ণ সুস্থ হবেন এবং ক্রিকেটের মুলস্রোতে ফিরবেন, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। খুব বড় চমক না হলে তাকে হয়তো বিশ্বকাপের স্কোয়াডে দেখতে পাওয়া যাবে না।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর