‘বাপ সবসময় বাপই থাকে’, বলিউডকে ছোট করায় মহেশ বাবুকে কড়া জবাব সুনীল শেট্টির

বাংলাহান্ট ডেস্ক: উত্ত‍র আর দক্ষিণের মধ‍্যে ফাটল স্পষ্ট। একই দেশের দুই ইন্ডাস্ট্রির মধ‍্যে বিবাদ ক্রমশ বাড়ছে। আর তাতে ইন্ধন জোগাচ্ছেন দুই ইন্ডাস্ট্রিরই তারকারা। অতি সম্প্রতি তেলুগু সুপারস্টার মহেশ বাবু (Mahesh Babu) বলিউডকে ‘ছোট ইন্ডাস্ট্রি’ বলে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, তাঁকে বহন করার মতো ক্ষমতা বলিউডের মতো ইন্ডাস্ট্রির নেই। এবার লড়াইয়ের ময়দানে নামলেন বলিউড তারকা সুনীল শেট্টি (Sunil Shetty)।

বলিউডের প্রবীণ অভিনেতাদের মধ‍্যে সুনীল অন‍্যতম। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, তিনিও দক্ষিণ ভারতের। কিন্তু তাঁর কাজের জায়গা মুম্বই। তিনি মুম্বইয়ের বাসিন্দা। মহেশ বাবুর মন্তব‍্যের উত্তরে সুনীল বলেন, “সমস‍্যা হল যে আমরা দর্শকদের ভুলে গিয়েছি। বিষয়বস্তুর উপরে নজর দেওয়া উচিত আমাদের।”

sunil2 5f0fec4367a2c
যদিও সুনীল বলেন, বড়পর্দা হোক কিংবা ডিজিটাল মাধ‍্যম, দর্শকেরা বলেন বাপ সবসময় বাপই থাকবে। আর পরিবারের সদস‍্যরা পরিবারেরই সদস‍্য থাকবে। বলিউড চিরকাল বলিউডই থাকবে। ভারতকে চিনলে বলিউড তারকাদের তো চিনবেই।

সুনীলের মতে, বলিউড আর দক্ষিণী ইন্ডাস্ট্রির মধ‍্যে যুদ্ধটা সোশ‍্যাল মিডিয়ার তৈরি করা। সকলেই ভারতীয়। OTT প্ল‍্যাটফর্মে কিন্তু ভাষা নয়, বরং ছবির বিষয়বস্তুর উপরে জোর দেওয়া হয়। আসলে দর্শকরাই সব। তারা কোনটা দেখবে না দেখবে সেটাই মূল প্রশ্ন।

Mahesh Babu 1200by667
সম্প্রতি ‘মেজর’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন অভিনেতা। তিনি যা উত্তর দিয়েছেন তা ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তে।
কোনো রকম রাখঢাক না করেই মহেশ বাবু উত্তর দেন, “হিন্দি ছবির জন‍্য অনেক প্রস্তাব আমি পেয়েছি। কিন্তু আমার মনে হয় না আমাকে বহন করার ক্ষমতা ওদের আছে বলে।

যে ইন্ডাস্ট্রি আমাকে অ্যাফোর্ড করতে পারবে না সেই ইন্ডাস্ট্রিতে কাজ করে সময় নষ্ট করতে চাই না আমি। যে স্টারডম আর সম্মান আমি এখানে পাই সেটা বিরাট। তাই আমি কখনো ভাবিনি নিজের ইন্ডাস্ট্রি ছেড়ে অন‍্য ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা।” যদিও পরে তাঁর মন্তব‍্য নিয়ে বিতর্ক শুরু হলে মহেশ বাবু সাফাই দেন যে নিজের ইন্ডাস্ট্রিতেই তিনি স্বচ্ছন্দ। তবে সব ভাষাকেই সম্মান করেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর