ক্রিকেট খেলছেন নাকি হকি! রবি অশ্বিনের ব্যাটিং স্টান্স নিয়ে হাসির রোল উঠলো সোশ্যাল মিডিয়ায়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল ১১ই মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের ম্যাচে একটি ফাটকা খেলেছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ৩ নম্বরে ব্যাটিং করার জন্য রবিচন্দ্রন অশ্বিনকে পাঠানো হয়েছিল রাজস্থানের তরফ থেকে। সুযোগ পেলে হতাশ করেননি অফস্পিনার। টেস্ট ক্রিকে
টে বার বার নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দেওয়া অশ্বিন কাল মূল্যবান ৫০ রান করেন যা তার দলকে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান তুলতে সাহায্য করে।

কিন্তু অশ্বিনের ৫০ রানের চেয়ে বেশি আলোচনা হচ্ছে তার ব্যাটিং ভঙ্গি নিয়ে। এমনিতেই অশ্বিনের ব্যাটিং স্টান্স খুব একটা নিখুঁত নয় বলে অভিযোগ অনেক ক্রিকেট বিশেষজ্ঞর। কিন্তু কাল যেভাবে তিনি ব্যাটিং করেছেন তা দেখে হাসির রোল উঠেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

অশ্বিনের উদ্ভট ব্যাটিং স্টান্স নিয়ে টুইটারে নানান মিম বানিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা যা সত্যিই হাসির খোরাক জোগায়। কয়েকটি উদাহরণ এখানে তুলে ধরা হলো…

যদিও অশ্বিনের অর্ধশতরান কোনও কাজে লাগেনি। রান তাড়া করতে নেমে দিল্লিকে কোনও সুযোগই দেননি ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ। এক ওপেনার শ্রীকর ভরত ০ রান করে ফিরলেও ডেভিড ওয়ার্নারের ৪১ বলে ৫২ এবং মিচেল মার্শের ৬২ বলে ৮৯ রানের ইনিংস ম্যাচের ভাগ্য গড়ে দেয়। শেষদিকে ৪ বলে ১৩ রানের ইনিংস খেলে ম্যাচ ফিনিশ করেন রিশভ পন্থ।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর