সব আপেল পচা নয়, ‘বয়কট বলিউড’ সরানো হোক, যোগীর কাছে আর্জি সুনীলের

বাংলাহান্ট ডেস্ক: ‘বয়কট বলিউড’ (Boycott Bollywood) ট্রেন্ডের জেরে হতশ্রী দশা হিন্দি বিনোদন ইন্ডাস্ট্রির। গত দু বছরে হাতে গোনা কয়েকটি ছবি ছাড়া বাকি সবকটাই ডাহা ফেল করেছে। তার মধ্যে রয়েছে বলিউডের খান, কুমারদের মতো সুপারস্টারের ছবিও। ব্যবসায় অনেকদিন ধরেই ক্ষতির মুখে পড়েছে বলিউড। এবার পুরোপুরি ভাবে লালবাতি জ্বলে যাওয়ার আগে কোমর বেঁধে নামলেন সুনীল শেট্টি (Sunil Shetty)।

এখন আর অভিনয় না করলেও বলিউডকে মন থেকে ভালবাসেন ‘আন্না’। এর আগেও দক্ষিণী ইন্ডাস্ট্রি বনাম বলিউডের লড়াইয়ে হিন্দি বিনোদুনিয়ার হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছিল তাঁকে। নিজে দক্ষিণ ভারতীয় হলেও বরাবর বলিউড, নিজের ইন্ডাস্ট্রির হয়েই কথা বলেছেন সুনীল। এবারেও তার ব্যতিক্রম হল না। বলিউডের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে বিশেষ দরবার করলেন তিনি।

Sunil shetty 1

বয়কট বলিউড হ্যাশট্যাগ যেন তুলে নেওয়া হয়, আর্জি সুনীল শেট্টির। বলিউডের গায়ে যে মাদকাসক্তের তকমাটা লেগেছে সেটা ভুল। সুনীলের মতে, বলিউডের ৯৯ শতাংশ সদস্য মাদক সেবন করে না। বরং তারা নিজেদের কাজের দিকটাতেই বেশি মন দেয়। কীভাবে আরো ভাল কাজ করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকেই তাদের চিন্তা বেশি।

সম্প্রতি মুম্বইতে যোগী আদিত্যনাথের সঙ্গে এক কথোপকথন পর্বের সময়ে সুনীল বলেন, একটা ঝুড়িতে একটা আপেল পচা থাকা মানে এমন নয় যে সবকটা আপেলই পচা। বলিউডের সব মানুষ খারাপ নয়। এই ইন্ডাস্ট্রির কাহিনি এবং সঙ্গীত গোটা জগতের মানুষের কাছে পৌঁছায়। তাই এই বয়কট বলিউড ট্রেন্ডটা এবার বন্ধ করা উচিত। সঙ্গে যোগীর কাছে তিনি এও বলেন, এই অনুরোধটা যেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও পৌঁছে দেন।

অতি সম্প্রতি মুম্বইতে কয়েকজন বলিউড তারকাদের সঙ্গে সাক্ষাৎ করে একটি আলাপ আলোচনার পর্বের আয়োজন করেছিলেন যোগী আদিত্যনাথ। সেখানে সুনীল শেট্টি ছাড়াও ছিলেন রবি কিষণ, জ্যাকি ভাগনানি, জ্যাকি শ্রফ, রাজপাল যাদব, সোনু নিগমের মতো তারকারা।


Niranjana Nag

সম্পর্কিত খবর