ফিরতে এখনও হবে দেরি! মহাকাশে চোখের সমস্যায় ভুগছেন সুনিতা, কি পরিকল্পনা NASA-র?

বাংলা হান্ট ডেস্ক: প্রায় আড়াই মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) আটকে রয়েছেন NASA-র মহাকাশচারী সুনিতা উইলিয়ামস (Sunita Williams)। তবে, এবার তিনি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। জানিয়ে রাখি যে, মহাকাশচারী সুনিতা উইলিয়ামস তাঁর সহকর্মী কমান্ডার ব্যারি উইলমোর সহ, গত জুনের শুরুতে বোয়িংয়ের স্টারলাইনারে মহাকাশে গিয়েছিলেন। তাঁদের সেখানে এক সপ্তাহ কাটিয়ে পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু বোয়িংয়ের স্টারলাইনারে ত্রুটির কারণে তাঁদের ফিরে আসতে বিলম্ব হচ্ছে। এমতাবস্থায়, NASA সম্প্রতি জানিয়েছে যে, এই প্রত্যাবর্তন ২০২৫ পর্যন্ত দেরি হতে পারে। এদিকে, নতুন রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সুনিতা উইলিয়ামস চোখের সমস্যার সম্মুখীন হয়েছেন।

চোখের সমস্যার সম্মুখীন সুনিতা (Sunita Williams):

মাইক্রোগ্র্যাভিটির কারণে সমস্যা: প্রসঙ্গত উল্লেখ্য, এই শারীরিক অসুস্থতার কারণ হিসেবে মাইক্রোগ্র্যাভিটিকে দায়ী করা হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে ওই পরিস্থিতির মধ্যে থাকলে বিভিন্ন শারীরিক সমস্যার উদ্রেক ঘটে। সুনিতা উইলিয়ামসের (Sunita Williams) এই সমস্যা স্পেসফ্লাইট অ্যাসোসিয়েটেড নিউরো-অকুলার সিনড্রোম (SANS) নামে পরিচিত। এটি মূলত, শরীরের লিকুইড ডিস্ট্রিবিউশনকে প্রভাবিত করে। যার ফলে চোখের সমস্যা দেখা দেয়। শুধু তাই নয়, এই ঘটনার জেরে দৃষ্টি ঝাপসা হয়ে যায় এবং চোখের গঠনও পরিবর্তন হতে পারে। ইতিমধ্যেই সুনিতা উইলিয়ামসের চোখের স্বাস্থ্য নির্ণয়ের জন্য রেটিনা, কর্নিয়া এবং লেন্স স্ক্যান করা হয়েছে।

   

Sunita Williams suffers from eye problems in space.

ফেরার জন্য লাগতে পারে অনেকটা সময়: মার্কিন মহাকাশ সংস্থা NASA সুনিতা উইলিয়ামস (Sunita Williams) এবং উইলমোরকে ফিরিয়ে আনতে স্পেসএক্সের ক্রু ড্রাগন মিশন ব্যবহার করার পরিকল্পনা করেছে। ক্রু ড্রাগন মিশন সেপ্টেম্বর ২০২৪-এর জন্য নির্ধারিত হয়েছে। এটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরে আসবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে, উইলিয়ামস এবং উইলমোর এই মিশনে পৃথিবীতে ফিরে আসতে পারেন। সেক্ষেত্রে তাঁদের মহাকাশে থাকার সময়কাল ৮ মাস ছাড়িয়ে যাবে।

আরও পড়ুন: করোনার ভ্যাকসিনের জেরে পার্শ্বপ্রতিক্রিয়া! ক্ষতিপূরণ চাইলেন ১৪ হাজারেরও বেশি মানুষ, শুরু হইচই

জানিয়ে রাখি, মহাকাশ অভিযানে বিলম্বের জন্য বোয়িংকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতে, প্রতিদ্বন্দ্বী স্পেসএক্সের মহাকাশযানে তার মহাকাশচারীদের ফিরিয়ে আনার বিষয়টি কোম্পানির জন্য একটি ধাক্কা হিসেবে বিবেচিত হবে। গত কয়েক মাস ধরে বেশ কয়েকটি রিপোর্টে পরামর্শ দেওয়া হয়েছে, বোয়িং বেশ কয়েকটি প্রযুক্তিগত সমস্যা এবং বিলম্বের সমস্যার সম্মুখীন হয়েছে। এদিকে, আরেকটি সমস্যা হল মহাকাশচারীদের জন্য স্পেসসুট সংক্রান্ত।

আরও পড়ুন: এবার প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নপূরণ করবেন অনিল আম্বানি! খুলছেন এই নতুন কোম্পানি, সামনে এল মেগা প্ল্যান

জানা গিয়েছে, স্টারলাইনারের জন্য ডিজাইন করা স্পেসসুট স্পেসএক্স ক্রু ড্রাগনের জন্য উপযুক্ত নয়। এমন পরিস্থিতিতে, যদি সুনিতা উইলিয়ামস (Sunita Williams) এবং উইলমোর ক্রু ড্রাগন থেকে ফিরে আসেন, তাহলে তাঁদের স্পেসস্যুট পরিত্যাগ করতে হতে পারে, যা সুরক্ষা সংক্রান্ত সমস্যা তৈরি করতে পারে। রিপোর্টে বলা হয়েছে যে স্পেসএক্স ক্রু ড্রাগন মিশনের সাথে স্যুট পাঠানোর কথাও বিবেচনা করছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর