বাংলা হান্ট ডেস্কঃ অযোধ্যা মধ্যস্থতা প্যানেল সুপ্রিম কোর্টে একটি সহমতি রিপোর্ট দাখিল করে। ওই রিপোর্টে সুন্নি ওয়াকফ বোর্ড বিতর্কিত জমির বদলে অন্য যায়গায় জমি দেওয়ায় সহমত পোষণ করেছে। সুন্নি ওয়াকফ বোর্ড সমস্ত ধার্মিক স্থলে ১৯৪৭ এর মতো পরিস্থিতি বজায় রাখার আবেদন জানিয়েছে। তবে এই চর্চায় অনেক হিন্দু এবং মুসলিম পক্ষ অংশ নিয়েছিল না।
সুপ্রিম কোর্টে মোট সাতটি মুসলিম পক্ষ আছে, যেখানে শিয়া ওয়াকফ বোর্ড এর আগেই সুপ্রিম কোর্টে বিতর্কিত জমিতে রাম মন্দির করার দাবি জানিয়েছে। আর এবার সুন্নি ওয়াকফ বোর্ডও রাম মন্দির বানানোর পক্ষে সওয়াল করছে। সুন্নি ওয়াকফ বোর্ড ছাড়া এই মামলায় আরও ছয়টি মুসলিম পক্ষ আছে। ১) ইকবাল আনসারি, ২) এম সিদ্দিকি, ৩) মিসবাহউদ্দিন, ৪) ফারুখ আহমেদ, ৫) মৌলানা মেহফুজুর খান, ৬) শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড।
প্রসঙ্গত, সুন্নি ওয়াকফ বোর্ড আগেই সুপ্রিম কোর্ট থেকে অযোধ্যা মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের চেয়ারম্যান মামলা তুলে নেওয়ার হলফনামা মধ্যস্থতা প্যানেলের সদস্য শ্রীরাম পঞ্চুকে পাঠিয়েছে। আর এরই মধ্যে সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলা নিয়ে ৪০ তম দিনের শুনানি শুরু হয়েছে। যদিও সুন্নি ওয়াকফ বোর্ডের তরফ থেকে মামলা তুলে নেওয়ার পর আদালতে এই নিয়ে কোন চর্চা হয়নি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ স্পষ্ট করে দিয়েছেন যে, আজ বিকেল পাঁচটার মধ্যে শুনানি সম্পন্ন হবে। প্রধান বিচারপতি দুই পক্ষকে অতিরিক্ত কাউকে হস্তক্ষেপের অনুমতি দেবেনা বলে জানিয়েছেন।
আরেকদিকে আজ শুনানির সময় অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেললেন মুসলিম পক্ষের আইনজীবী। মুসলিম পক্ষের আইনজীবী রাজীব ধবন হিন্দু মহাসভার তরফ থেকে আদালতে পেশ করা রাম জন্মস্থানের নকশা ছিঁড়ে ফেলেন। এই ঘটনার পর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ মুসলিম পক্ষের আইনজীবীর উপর ক্ষোভ জাহির করেন। উনি রাজীব ধবনের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালতে এরকম ঘটনা ঘটলে শুনানিতে সমস্যা আসবে।