উদ্ধারকর্তা সানি!কুয়েতে এক পাকিস্তানির কাছে মহিলার বিক্রি হয়ে‌ যাওয়া রুখলেন তিনি

বাংলা হান্ট ডেস্ক:রিল লাইফ নয় একেবারে রিয়েল লাইফ ঘটনা।উদ্ধারকর্তা স্বয়ং সানি দেওল।কুয়েতে বিক্রি হয়ে যাওয়া গুরুদাসপুরের বাসিন্দা এক ভারতীয় মহিলাকে উদ্ধার করলেন অভিনেতা সাংসদ সানি।বীণা বেদী নামে ওই মহিলাকে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন অভিনেতা।

যেন পুরো সিনেমার মত ঘটে গেছে ঘটনাটা,জানা যাচ্ছে, এক ট্রাভেল এজেন্সির খপ্পরে পড়েছিলেন ৪৫ বছর বয়সী বীণা বেদী। তাঁকে পরিচারিকার কাজ দেওয়ার আশ্বাস দিয়ে এক পাকিস্তানি ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়। ওই ব্যক্তি ৩০ হাজার টাকা বেতনের কাজ দেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে কুয়েতে নিয়ে গিয়েছিলেন। তাঁকে ক্রীতদাস বানিয়ে রাখার পরিকল্পনাও করা হয়েছিল বলেই জানা যাচ্ছে।

20190730 193642

কিছুদিন আগেই গুরুদাসপুরের করতাপুর করিডরে গিয়েছিলেন সানি। সেখানেই স্থানীয় সংসদ সানির কাছে সাহায্য চান বীণার পরিবারের সদস্যরা। বিষয়টি জানার পরই তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেন সানি।তাঁর এই পদক্ষেপে বাবা ধর্মেন্দ্র যারপরনাই গর্বিত। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তাঁর ছেলে এভাবেই গুরুদাসপুরের সেবায় নিয়োজিত থাকবেন। 

ad

সম্পর্কিত খবর