বিজেপি সংসদ সানি দেওল কুয়েতে ফেঁসে থাকা অসহায় মহিলাকে ভারতে ফিরিয়ে আনলেন।

বিজেপিতে যোগদান করার পর গুরুদাসপুর  লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন সানি দেওল। আর সাংসদ হওয়ার পরই কাজে নেমে পড়েছেন সানি দেওল। সাধারণত বলিউডের অভিনেতা, অভিনেত্রীদের পপুলারিটি দেখে রাজনৈতিক পার্টিগুলি টিকিট প্রদান করে। মন্ত্রী বা কোনো বড়ো পদে নির্বাচিত হওয়ার পর অভিনেতা, অভিনেত্রীরা কোনো কাজ করে না বলে অভিযোগ সামনে এসে। তবে বলিউড অভিনেতা সানি দেওল রাজনীতিতে নেমে এক অন্য উদাহরণ স্থাপিত করেছেন। রাজনীতিতে এসে বাবুর মতো হাত পা গুটিয়ে বসে নেই সাংসদ সানি দেওল।

IMG 20190727 125815

সরাসরি জনসেবায় নিজেকে নিয়োজিত করেছেন এই অভিনেতা। সানি দেওয়ালের কাজের প্রশংসা করে টুইট করেছেন ধর্মেন্দ্রর দেওল। আসলে সানির সহযোগিতায় কুয়েতে ফেঁসে থাকা এক মহিলা ভারতে ফিরে আসতে পেরেছেন। সেই খবরকে টুইট করেছেন ধর্মেন্দ্র দেওল।সানির প্রশংসা করে ধর্মেন্দ্র লিখেছেন, চাকরি ভেবে নিজের কর্তব্য পালন করো সানি বেটা।

https://twitter.com/aapkadharam/status/1154362888657625089?s=20

এক জেলা প্রধান বিপিন মহাজন সাংবাদিকদের কাছে দেওয়ার তথ্যের ভিত্তিতে প্রকাশিত হওয়া খবরকে ধর্মেন্দ্র টুইটে শেয়ার করেছন। পাঞ্জাবের বিনা নামের এক মহিলা কুয়েতে আটকে গেছিলেন। সানি দেওল ওই মহিলাকে ভারতে ফিরে আসতে সাহায্য করেন। বিনার পরিবার সানির কাছে গিয়ে সাহায্য চাওয়া মাত্র উনি বিদেশমন্ত্রীর সাথে কথা বলেন। অভিনয় জগতে ভালো কাজের পর রাজনৈতিক ক্যারিয়ারেও যে জনসেবা করছেন তা অত্যন্ত প্রশংসনীয়।

সম্পর্কিত খবর