‘গদর ২’র সাফল্যের পর সানির মাস্টারস্ট্রোক! এবার ‘রামায়ণে’ এই চরিত্রে দেখা যাবে তারা সিংকে

বাংলা হান্ট ডেস্ক : যেদিন থেকে শোনা গেছে যে নীতেশ তিওয়ারি ‘রামায়ণ’ (Ramayana) তৈরি করছেন সেদিন থেকেই খবরের শিরোনামে রয়েছে বিষয়টি। আসলে ‘আদিপুরুষ’ থেকে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল নতুন ছবি মাধ্যমে সেটা ভুলতে চাইছে মানুষ। যে কারণে ভয়ও লাগছে অনেকের। কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন, ‘আবারও একই জিনিস হবেনা তো’!

আর সেই কারণেই ছবি সংক্রান্ত প্রতিটি খুঁটিনাটি জানার জন্য মরিয়া হয়ে রয়েছে সকলে। ইতিমধ্যেই শোনা গেছে, ছবিতে রামের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর, সীতা হিসেবে দেখা যাবে সাই পল্লবীকে। অন্যদিকে রাবণের চরিত্রে অভিনয় করার জন্য হ্যা বলেছেন কেজিএফ খ্যাত যশ। এখন প্রশ্ন হল হনুমান হবেন কে?

এইমুহুর্তে বি টাউনের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে, ছবিতে বজরংবলী হিসেবে দেখা যাবে ‘গদর’-এর তারা সিং অর্থাৎ সানি দেওলকে (Sunny Deol)। সূত্রের খবর, ‘আদিপুরুষ’র অবস্থা দেখে প্রথমটা ভয়ই পেয়েছিলেন নীতেশ। একবার তো ভেবেই ছিলেন রামায়ণ ছবির পরিকল্পনায় ইতি দেবেন। রণবীর কাপুরকে জানিয়েওছিলেন সেকথা।

আরও পড়ুন : দেবশ্রীর কারণে কাজ হারালেন স্বস্তিকা! ‘কেমিস্ট্রি মাসি’ নিয়ে শুরু নয়া বিতর্ক

তবে আপাতত সেই দুশ্চিন্তা গেছে। সবকিছু ভুলে আবার নতুন করে গল্প সাজাচ্ছেন পরিচালক। রণবীর এবং সাই পল্লবীর নাম তো আগেই শোনা গেছিল। এখন শোনা যাচ্ছে, রাবণ চরিত্রের জন্য নীতেশ বেছেছেন যশকে। অভিনেতার তরফ থেকেও ‘না’ নেই নাকি। তবে এক্ষেত্রে বিশেষ আকর্ষণ হল হনুমানের চরিত্রটি। হনুমানের চরিত্রের প্রস্তাব নাকি সানি দেওলকে দেওয়া হয়েছে। আর তা নাকি ‘গদর’ তারকার বেশ পছন্দ। যদিও কথাবার্তা এখনও চূড়ান্ত হয়নি বলে খবর।

আরও পড়ুন : অস্কার প্রাপ্ত হলেও ব্রাত্য বাংলায়! কোথায় হারিয়ে গেলেন হলিউড পরিচালকদের পছন্দের ভিক্টর ব্যানার্জী?

374666 sunny deol

প্রসঙ্গত উল্লেখ্য, ‘গদর ২’ এর হাত ধরে বহুদিন পর বড় পর্দায় সাফল্যর মুখ দেখেছেন সানি লিওন। তার কেরিয়ারকে নতুন করে বলিউডের ট্র্যাকে নিয়ে এসেছে এই ছবি। সবমোট প্রায় ৬৯০ কোটির কালেকশন করেছে তারা সাকিনার জুটি। তারপর থেকেই সানি আবারও পুরো জোশে ছবি করতে চান। ভক্তরাও মুখিয়ে রয়েছে সানিকে দেখার জন্য। এমতাবস্থায় সানি এই চরিত্রের জন্য হ্যা করে দিলে তা হবে সোনায় সোহাগা। এমনকি হনুমানের চরিত্র নিয়ে একটি স্পিন-অফ মুভি তৈরি করার পরিকল্পনা রয়েছে পরিচালকের__এমনটাই খবর।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর