দু দশক পর ফিরছে তারা সিং-সাকিনা, ‘গদর ২’তে নিজের প্রথম লুক প্রকাশ‍্যে আনলেন সানি দেওল

বাংলাহান্ট ডেস্ক: মাস কয়েক আগেই সুখবর দিয়েছিলেন সানি দেওল (sunny deol)। হিন্দি সিনেমার ইতিহাসে অন‍্যতম জনপ্রিয় ছবি ‘গদর’ এর সিক‍্যুয়েলের ঘোষনা সেরেছিলেন ধর্মেন্দ্র পুত্র। তারা সিং ও সাকিনার মতো চরিত্রগুলিকে নতুন করে পর্দায় দেখতে পাওয়ার খুশিতেই উৎফুল্ল ছিলেন সিনেপ্রেমীরা।

উত্তেজনা আরেকটু বাড়িয়ে সিক‍্যুয়েল ছবিতে নিজের লুক শেয়ার করলেন সানি। বৃহস্পতিবারই ছবির প্রথম অংশের শুটিং শেষ হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। সেই সঙ্গে তারা সিং এর দুটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘খুব কম ভাগ‍্যবান আছে যারা অনবদ‍্য চরিত্রগুলিকে আবারো ফিরিয়ে আনতে পারে। ২০ বছর পর তারা সিং কে ফিরিয়ে আনলাম।’

jpg 23 1
দশেরা তথা বিজয়া দশমীর দিন সিক‍্যুয়েল ছবির মোশন পোস্টার শেয়ার করে সুখবর দিলেন সানি। সিক‍্যুয়েল ছবিতেও সানির নায়িকা হচ্ছেন আমিশা পটেলই। পাশাপাশি থাকছেন উৎকর্ষ শর্মা। প্রথম ছবির মতো সিক‍্যুয়েলের পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিল শর্মা।

উৎকর্ষ পরিচালক অনিল শর্মারই ছেলে। প্রথম ছবিতেও সানি ও আমিশার ছেলে হয়েছিলেন উৎকর্ষ। সে সময় অবশ‍্য অনেক ছোট ছিল সে। বড় হয়েও যখন উৎকর্ষকে ফের দেখা যেতে চলেছে সিক‍্যুয়েলে তখন বোঝাই যাচ্ছে, যেখানে আগের ছবির গল্প শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হতে চলেছে নতুন ছবির গল্প।

https://www.instagram.com/p/CX0MZtmpqeu/?utm_medium=copy_link

মোশন পোস্টার শেয়ার করে ক‍্যাপশনে সানি লিখেছিলেন, ‘দু দশক পর শেষমেষ অপেক্ষার অবসান! দশেরার শুভদিন উপলক্ষে গদর ২ এর মোশন পোস্টার সামনে আনলাম আপনাদের জন‍্য। কথা চলতে থাকবে।’ সানি আরো জানিয়েছেন হিন্দি ছবির দুনিয়ায় এটাই সবথেকে বড় সিক‍্যুয়েল হতে চলেছে।

২০০১ সালে মুক্তি পেয়েছিল গদর: এক প্রেম কথা। ১৯৪৭ সালের দেশভাগ এবং তার পরবর্তী টালমাটাল পরিস্থিতির প্রেক্ষাপটে এক প্রেমকথা লিখেছিলেন পরিচালক অনিল শর্মা। ছবিটি তুমুল হিট হয়েছিল বক্স অফিসে।

Niranjana Nag

সম্পর্কিত খবর