কর্মক্ষেত্রে হয়রানি কখনই বরদাস্ত করবেন না: সানি লিওন, বলিউড অভিনেত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্ক : পর্ন দুনিয়া ছেড়ে দেওয়ার পর আসতে আসতে বলিউডে নিজের জায়গাটা বেশ পাকাপোক্ত করে ফেলেছেন অভিনেত্রী সানি লিওন। একের পর এক সিনেমায় সুযোগ পাচ্ছেন তিনি, আর সেই সমস্ত সিনেমার নাচ বা অভিনয় দিয়ে সকলের মন জয় করে ফেলেছেন, তাই তো এখন তাঁর কাছে পর্ন দুনিয়া অতীত। যদিও বলিউডে এই ভাবে জায়গা পাওয়াটা অভিনেত্রী সানি লিওনের পক্ষে এতটাও সহজ ছিল না।

কিন্তু আসতে আসতে নিজস্ব দক্ষতা বিচার বুদ্ধি বিচক্ষণতা দিয়ে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছেন। বিশেষ ভাবে কখনই বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় না তাঁকে কিন্তু এবার কর্মক্ষেত্রে হয়রানি নিয়ে মুখ খুললেন সানি লিওন। সম্প্রতি তাঁকে বলতে শোনা গেছে কর্মক্ষেত্রে হয়রানি এবং মোকাবিলা করা অত্যন্ত কঠিন কিন্তু তা কখনোই বরদাস্ত করা উচিত নয়।

ইনস্টাগ্রামে একটি ভিডিও সহ নিজের বক্তব্য তুলে ধরেছেন সানি লিওন। যেখানে তাঁকে বলতে শোনা গেছে কারও শোষনের জন্য কেউ যদি কিছু বলে সে ক্ষেত্রে কখনওই চুপ থাকা উচিত নয় বরং প্রতিবাদ জানানো উচিত।

পেশাগত জীবন ছাড়াও সাংসারিক জীবনে বেশ সফল সানি লিওন৷ একদিকে স্বামী ড্যানিয়েল ওয়েবার অন্য দিকে নিশা নয়া এবং আঁশের সকলকে নিয়ে একেবারে ভরা সংসার৷ তাই তো পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে বেশ স্বাচ্ছন্দবোধ করেন তিনি৷ তিন সন্তানের মা হওয়ার সত্ত্বেও তিনি যেভাবে বলিউড ডিভা হয়ে উঠেছেন তা সত্যিই প্রশংসনীয়৷

শাহরুখ খান অভিনীত রইস সিনেমায় লায়লা মে লায়লা গানের সঙ্গে সানি লিওনের নাচ এখনও অবধি কয়েক বছর ধরে জনপ্রিয়৷ সম্প্রতি ইনস্টাগ্রামে সেই লায়লা মে লায়লা গানের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী সানি লিওন৷ আর যা দেখে মেয়েটি জনেরাও রীতিমতো অবাক হয়ে গিয়েছেন৷

X