ঘুমন্ত ড‍্যানিয়েলের দু পায়ের ফাঁকে জলভর্তি বেলুন, তারপর যা করলেন সানি… দেখুন ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিটাউনে  সানি লিওনের (sunny leone) জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। বেশ অনেকদিন আগেই নীল ছবির জগতকে বিদায় জানিয়ে বলিউডে (Bollywood) প্রবেশ করেছিলেন তিনি ‘জিসম টু’র হাত ধরে। তারপর একের পর এক নতুন নতুন সুযোগ আসতে থাকে তাঁর জীবনে। কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও গুছিয়ে নিয়েছেন সানি। স্বামী ড্যানিয়েল ওয়েবারের (daniel weber) সঙ্গে তাঁর মাখোমাখো সম্পর্কের কথা কারোরই অজানা নয়। স্ত্রীকে সব বিষয়েই সহযোগিতা করেন তিনি। একথা সানির নিজের মুখেই বলা। মোট কথা, স্বামী, পুত্র-কন্যা নিয়ে ভরা সংসার তাঁর।
সানি যে মজা করতে খুবই ভালবাসেন তা অনেকেই জানেন। আর তাঁর প্র‍্যাঙ্কের বলি বেশির ভাগ সময়ই হতে হয় স্বামী ড‍্যানিয়েল ওয়েবারকে। এবারও ড‍্যানিয়েলের উপরেই আরও একটি প্র‍্যাঙ্ক করলেন সানি। সেই ভিডিও পোস্ট করে সোশ‍্যাল মিডিয়ায় শেয়ারও করলেন অনুরাগীদের সঙ্গে।


ভিডিওতে দেখা যায়, ক‍্যালিফোর্নিয়ার বাড়ির বাইরে আরামদায়ক কাউচে শুয়ে রোদ পোহাচ্ছেন ড‍্যানিয়েল। এদিকে সানির অভিযোগ তিনি নাকি ঘরের কোনও কাজই করেননি। শুধু শুয়ে বসে আরাম করছেন। তাই ড‍্যানিয়েলকে একটু শাস্তি দেওয়ার জন‍্যই এই মজার প্র‍্যাঙ্ক সানির।


ড‍্যানিয়েলের ঘুমের সুযোগ নিয়ে একটি হলুদ রঙের জলভর্তি বেলুন তাঁর দু পায়ের ফাঁকে রেখে দেন সানি। এরপর একটি পিন দিয়ে বেলুনটা ফাটিয়ে দিতেই সে এক কাণ্ড। সঙ্গে সঙ্গে ড‍্যানিয়েলও ঘুম ভেঙে লাফিয়ে উঠেছেন। অপরদিকে হেসে লুটোপুটি খাচ্ছেন সানি।
ভিডিওর ক‍্যাপশনে অভিনেত্রী বলেছেন, তাঁর স্বামীর উপর প্র‍্যাঙ্ক করা সোজা। তিনি ঘুমিয়েই বেশিরভাগ কাজ সহজ করে দেন। ভিডিওটি পোস্ট করতেই ভাইরাল। সানি ড‍্যানিয়েলের কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটজনতাও।

https://www.instagram.com/p/CDp02kjDi7e/?igshid=7unvjj7jxlxc

প্রসঙ্গত, এর আগেও ড‍্যানিয়েলকে বোকা বানানোর জন‍্য একটি প্র‍্যাঙ্ক করেন সানি। ছুরি দিয়ে নিজের আঙুল কেটে ফেলার অভিনয় করেন তিনি। তারপর ডাক্তার ডাকার কথা উঠতেই বেরিয়ে পড়ে আসল সত‍্যি। শুধু ড‍্যানিয়েল নয়, শুটিং সেটে সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে প্র‍্যাঙ্ক করেন সানি।

সম্পর্কিত খবর

X