নতুন সদস‍্যের আগমন সানি-ড‍্যানিয়েলের সংসারে, নিজেই সুখবর জানালেন বেবি ডল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নতুন অতিথির আগমন হল সানি লিওন (sunny leone) ও ড‍্যানিয়েল ওয়েবারের (daniel weber) সংসারে। বুধবারই এই সুসংবাদ দেন সানি। সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে অনুরাগীদের জানান সুখবর। সেই সঙ্গে পরিবারের নতুন সদস‍্যের ছবিও শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে।

চমকে গেলেন তো? আসলে একটি নতুন বিলাসবহুল গাড়ি কিনেছেন সানি। গাড়ির যে খুব শখ অভিনেত্রীর তা অনেকেই জানেন। তাঁর বিলাসবহুল গাড়ির সংগ্রহে এটি নতুন সংযোগ। গাড়ি কেনার খবর নিজেই সোশ‍্যাল মিডিয়ায় জানিয়েছেন সানি লিওন।


নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, একটি সাদা রঙের Maserati গাড়ির সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন সানি। ছবির ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘কালকেই একে বাড়িতে নিয়ে এসেছি। যখনই আমি এটা ড্রাইভ করি আমার মন খুশি হয়ে ওঠে।’

https://www.instagram.com/p/CE69sZcjfne/?igshid=11b1zzhnvyfjl

তারকা ও অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সানিকে। এখনও পর্যন্ত ১৫ লক্ষেরও বেশি লাইক পড়ে গিয়েছে এই ছবিতে। এর আগেও ড‍্যানিয়েলের সঙ্গে একটি নতুন গাড়িতে বসে ছবি শেয়ার করেন সানি।

https://www.instagram.com/p/CE54zoVjp3v/?igshid=1b4or0mn5jr8f

প্রসঙ্গত, শেষবার রিয়েলিটি শো স্প্লিটসভিলায় উপস্থাপকের ভূমিকায় দেখা গিয়েছিল সানিকে। এছাড়া নওয়াজউদ্দিন সিদ্দিকির ছবি মোতিচুর চাকনাচুরে একটি ডান্স নাম্বার করেছিলেন তিনি। এই মুহূর্তে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেকের তোড়জোড় করছেন সানি।

তথাকথিত প্রথম সারির অভিনেত্রী না হলেও বলিউডে বেশ জনপ্রিয় সানি লিওন। সম্পূর্ণ নিজের চেষ্টায় সকলকে তিনি আপন করে নিয়েছেন, ভালবাসতে বাধ‍্য করেছেন। সেই সঙ্গে অতীত পেছনে ফেলে এগিয়ে চলেছেন আরও উজ্জ্বল এক ভবিষ‍্যতের দিকে।

বেশ অনেকদিন আগেই নীল ছবির জগতকে বিদায় জানিয়ে বলিউডে প্রবেশ করেছিলেন তিনি ‘জিসম টু’র হাত ধরে। তারপর একের পর এক নতুন নতুন সুযোগ আসতে থাকে তাঁর জীবনে। কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও গুছিয়ে নিয়েছেন সানি।

সম্পর্কিত খবর

X