পরনে কালো শর্ট ড্রেস, সেজেগুজে ঘর মুছছেন সানি, মুহূর্তে ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিটাউনে সানি লিওনের (Sunny Leone) জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। বেশ অনেকদিন আগেই নীল ছবির জগতকে বিদায় জানিয়ে বলিউডে প্রবেশ করেছিলেন তিনি ‘জিসম টু’র হাত ধরে। তারপর একের পর এক নতুন নতুন সুযোগ আসতে থাকে তাঁর জীবনে।


কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও গুছিয়ে নিয়েছেন সানি। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তাঁর মাখোমাখো সম্পর্কের কথা কারোরই অজানা নয়। স্ত্রীকে সব বিষয়েই সহযোগিতা করেন তিনি। একথা সানির নিজের মুখেই বলা। মোট কথা, স্বামী, পুত্র-কন্যা নিয়ে ভরা সংসার তাঁর।

https://www.instagram.com/p/B_MtIaNDehD/?igshid=15cecwcsqdvn5

লকডাউনে বাড়ির কাজকর্ম করা ছাড়াও নিয়মিত সোশ‍্যাল মিডিয়ায় ছবি, ভিডিও শেয়ার করে অনুরাগীদের মনোরঞ্জন করে চলেছেন সানি। কখনও স্বামী ড‍্যানিয়েলের সঙ্গে খুনসুটিতে মাতছেন আবার কখনও শেয়ার করছেন নাচের ভিডিও। তবে এবারে অভিনেত্রীকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রূপে‌।

https://www.instagram.com/p/B_d8uL0jqBF/?igshid=1to1trpey8fkq

পরনে কালো শর্ট ড্রেস, সঙ্গে মানানসই অলঙ্কার, হাই হিল। সানিকে হঠাৎ দেখলে মনে হতেই পারে এই বেশে হয়তো কোথাও ঘুরতে বেরোচ্ছেন তিনি। কিন্তু না, আসলে এই পোশাক পরেই ঘরদোর পরিস্কার করছেন তিনি। লকডাউন চলায় নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে সানিকে। অন‍্যান‍্যরা যখন বাড়ির আরামদায়ক পোশাকে কাজ সারছেন তখন সানি মাথায় খেলেছে একটু ‘হটকে’ চিন্তা ভাবনা। তাই এই ভাবে সেজে গুজেই ঘর মুছছেন তিনি।

https://www.instagram.com/p/B_ubFV4DZvx/?igshid=15nf4oaqk8w14

এই ভিডিও নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন সানি লিওন। আর শেয়ার করা মাত্রই তা ভাইরাল। এখনও পর্যন্ত ১৫ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। কমেন্ট বক্সে উঠেছে হাসির রোল। সানির কাণ্ডকারখানা দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।

https://www.instagram.com/p/B_zTtI_jHnE/?igshid=1oko49ylwau3j

প্রসঙ্গত, সম্প্রতি ‘লকড আপ উইথ সানি’ নামে একটি অনুষ্ঠান শুরু করেছেন তিনি। বিভিন্ন তারকার সঙ্গে লাইভ চ‍্যাট করেন তিনি ওই শোয়ে। সেই সঙ্গে নিত‍্যনতুন ফটোশুটের ছবি শেয়ার তো রয়েছেই। আগেকার ফটোশুটেরই অদেখা ছবি এখন শেয়ার করছেন সানি।

X