সানি লিওনি এবার বাংলাদেশি আইটেম গানে নাচবেন

বাংলা হান্ট ডেস্ক: বলিউড তারকা সানি লিওনি এর আগে একটি বাংলাদেশি মিউজিক ভিডিওতে পারফর্ম করেছিলেন। গত বছর তিনি ওই গানটিতে কাজ করেন। বছর না ঘুরতেই আবারও বাংলাদেশে কাজ করতে যাচ্ছেন সানি লিওনি। এবার সিনেমার আইটেম গান।

Screenshot 2019 08 20 20 57 17 634 com.google.android.googlequicksearchbox

সূত্রে খবর, শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমার আইটেম গানে সানি লিওনিকে পারফর্ম করতে দেখা যাবে।পরিচালক জানিয়েছেন ১৯ আগস্ট, “সোমবার বিকালে ভারতের মুম্বাইতেই এই আইটেম গানে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সানি লিওনি। সেলিম খান প্রযোজিত এই ছবির প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে শ্রাবন্তীকে”।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, মুম্বাইতেই সেট ২০ সেপ্টেম্বরের মধ্যে  তৈরি করে গানটির শুটিং হবে এবং সেখানেই সানি লিওনির গানের শুটিং হবে। গানে সানি লিওনির সঙ্গে দেখা যাবে মুম্বাইয়ের রাহুল দেবকে। আইটেম গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন।

সম্পর্কিত খবর