উত্তেজক গানে রাধা-কৃষ্ণকে অপমান! হিন্দু ধর্মাবেগে আঘাতের অভিযোগে খুনের হুমকি পেলেন সানি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আবারো কনিকা কাপুরের গানে নাচলেন সানি লিওন (sunny leone)। তবে এবারে তিনি ‘বেবি ডল’ নন, রাধিকা। মহম্মদ রফির জনপ্রিয় গানের রিমিক্স ভার্সনে নেচে প্রশংসার থেকে বেশি সমালোচনাও পেলেন সানি। এমনকি তাঁর নতুন মিউজিক ভিডিও বয়কটের ডাকও উঠল নেটনাগরিকদের একাংশের তরফে।

১৯৬০ সালের ‘কোহিনুর’ ছবির মহম্মদ রফির গাওয়া ‘মধুবন মে রাধিকা নাচে’ গানটির রিমিক্স গেয়েছেন কনিকা কাপুর। গানটির নাম দেওয়া হয়েছে ‘মধুবন’। গানটিতে নাচতে দেখা গিয়েছে সানি লিওনকে। মূলত আইটেম নাম্বার হিসেবেই বানানো হয়েছে গানটি। কিন্তু নেটনাগরিকদের একাংশের দাবি, মূল গানটি রাধা কৃষ্ণের প্রেম বিষয়ক। রিমিক্স গানটিতে হিন্দুদের ধর্মাবেগকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন নেটনাগরিকদের একটা বড় অংশ।


নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, মিউজিক ভিডিও বানানোর সময়ে কি এটুকু দেখা হয় না যে কোন গানের সঙ্গে কোন ভিডিও বানানো হচ্ছে। এমন একটি গানের সঙ্গে সানির ‘উত্তেজক’ নাচ একেবারেই মানানসই নয়। এই মিউজিক ভিডিওতে রাধাকে অপমান করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন অনেকে।

টুইটারেও গানটিকে বয়কট করার ডাক দিয়ে ‘হ‍্যাশট‍্যাগ বয়কট মধুবন’ ট্রেন্ড করা হচ্ছে। একজন রীতিমতো প্রশ্ন তুলেছেন, হিন্দুদেরও কি উচিত শিখদের মতো সানি লিওনকে হত‍্যা করা? সানি তো নিজেও একজন শিখ মহিলা। তাঁর আসল নাম করনজিৎ কউর। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব‍্য করেননি সানি বা মিউজিক ভিডিওর নির্মাতারা।

প্রসঙ্গত, এই মুহূর্তে বলিউডে বেশ ব‍্যস্ত শিডিউল সানির। ‘অনামিকা’ ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। এছাড়াও শোয়ের প্রযোজনাও করছেন। কিছুদিন আগেই একটি অনুষ্ঠানের জন‍্য বাগডোগরা হয়ে সিকিম গিয়েছিলেন সানি।

সম্পর্কিত খবর

X